আপনজন ডেস্ক: সোমবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি কংগ্রেস ওয়ার্কিং কমিটির েবৈঠকে বলেছিলেন, আমি জাতিগত আদমশুমারির পক্ষে ১০০ শতাংশ একমত, আমাদের অবশ্যই এটি করতে হবে। এটাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। নেতৃত্বাধীন সরকার ২০২১ সালে নির্ধারিত সাধারণ দশকীয় আদমশুমারির অংশ হিসাবে দেশব্যাপী জাতিগত আদমশুমারি পরিচালনা করবে কংগ্রেস বলেও জানান। তার একদিন পর একই সুরে কথা বলেন রাহুল গান্ধি। মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার একদিন পর শাহদোল জেলার বিওহরিতে এক জনসভায় বক্তব্য রাখছিলেন। সেই সভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধি মঙ্গলবার জাতিগত আদমশুমারিকে দেশের ‘এক্স-রে’ বলে অভিহিত করেন। তিনি বলেন, জাতিগত আদমশুমারি ওবিসি, দলিত ও উপজাতিদের সামাজিক অবস্থানের উপর আলোকপাত করবে। আর তার জন্য কংগ্রেস কেন্দ্রকে এই জাতিগত আদমশুমারি পরিচালনা করতে বাধ্য করবে। জাতিগত আদমশুমারি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনও কথা বলছেন না বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, যেভাবেই হোক আমরা কেন্দ্রীয় সরকারকে জাতিগত আদমশুমারি করতে বাধ্য করব দেশের ওবিসি, দলিত এবং উপজাতিদের অবস্থা সম্পর্কে সত্য জানার জন্য। রাজস্থান এবং ছত্তিশগড়ে আমাদের সরকার এর জন্য একটি প্রক্রিয়া শুরু করেছে।রাহুল বলেন, জাতিগত আদমশুমারি দেশের এক্স-রে। দেশের আদিবাসী, দলিত ও ওবিসিরা আহত হয়েছেন। আমরা যদিও এ নিয়ে যাচাই করি তাহলে এটি চিত্রটি পরিষ্কার হয়ে যাবে।তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ জানিয়েছিলাম, জাতিগত আদমশুমারির তথ্য প্রকাশ করুন। কিন্তু এ নিয়ে কথা বলার পরিবর্তে তিনি পাকিস্তান, আফগানিস্তানের কথা বলেন। বরং জাতিগত আদমশুমারি নিয়ে কথা বলুন। বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানির লেখা একটি বইয়ের কথা উল্লেখ করে রাহুল বলেন, বইটিতে বলা হয়েছে গুজরাত নয়, মধ্যপ্রদেশ বিজেপি আরএসএসের পরীক্ষাগার। কিন্তু মধ্যপ্রদেশে মৃত ব্যক্তিদের চিকিৎসা, ব্যাপম, মিড-ডে মিল, আদিবাসী ও মহিলাদের বিরুদ্ধে নৃশংসতার মতো বেশ কয়েকটি কেলেঙ্কারির পরীক্ষাগার রয়েছে।উল্লেখ্য, ১৭ নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct