রাকিবুল ইসলাম, হরিহরপাড়া, আপনজন: হরিহরপাড়া থানার চোয়া আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন বি এড ও ডি এল এড কলেজের নবম তম বর্ষ প্রতিষ্ঠা দিবস উদযাপন ও নবীনবরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার । এদিন উপস্থিত ছিলেন, বিডিও রাজা ভৌমিক,সি আই আনন্দময় চ্যাটার্জি ,আইসি অমিত নন্দী,ব্লক স্বাস্থ্য আধিকারিক মোঃ সাফি, জয়েন্ট বিডিও অমস তামাং, হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সাসমল ,কলেজের প্রেসিডেন্ট জাহাঙ্গীর বিশ্বাস, কলেজের সেক্রেটারি নার্গিস তানজিমা বিশ্বাস, কলেজের কোষাধ্যক্ষ নাঈম বিশ্বাস, হাজী একে খান কলেজের অধ্যাপিকা ড: মুনমুন দত্ত সহ ছাত্রছাত্রীরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct