উজ্জ্বল নাইয়া, কল্যাণী, আপনজন: সোমবার “সংবাদ,সাহিত্য ও সিনেমা” বিষয়ে এক বিশেষ আকর্ষণীয় আন্তর্জাতিক আলোচনাসভার আয়োজন করে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর সভাগৃহ বিভাগে। এই আয়োজনের প্রধান উদ্যোক্তা এই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. সুখেন বিশ্বাস, যিনি জার্নালিজম সার্টিফিকেট কোর্সের কো- অর্ডিনেটর। বেলা ১১টায় অনুষ্ঠান উদ্বোধন করেন এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাননীয় অধ্যাপক ড. অমলেন্দু ভুঁইয়া।সভায় উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী, বিবিসি ও ডয়েচ ভেলে রেডিওর প্রাক্তন সম্পাদকসুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, গৌহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপিকা ড. বিনীতা রাণী দাস ও অনেক গুণীজন। আলোচ্য সভায় “সংবাদ,সাহিত্য ও সিনেমা” এই তিনটি শব্দের মধ্যে যে নিবিড় সুদৃঢ সম্পর্ক আছে তা স্পষ্ট বোঝা যায়। এদিন জার্নালিজম সার্টিফিকেট কোর্সের তৃতীয় ব্যাচের শংসাপত্র প্রদান এবং চতুর্থ ব্যাচের শুভারম্ভ হয়। এছাড়া নিউজ রুম থেকে সরাসরি লাইভ টেলিকাস্ট করে দেখানো হয় কিভাবে সাংবাদিকতা করতে হয় ও কিভাবে এফ এম এ নিউজ পড়তে হয়। এইভাবে অনুষ্ঠানটি আনন্দময় হয়ে ওঠে ও অবশেষে নৃত্য, গান ও নাটকের মধ্য দিয়ে শেষ হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct