আপনজন ডেস্ক: অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা নিয়মিতই আইপিএলে খেলছেন। সুবাদে ভারতের উইকেট সম্পর্কে তারা বেশ অবগত। তেমনি চেন্নাইয়ের উইকেট নিয়েও তাদের অজানা কিছু নেই। এখানে বরাবরই স্পিনাররা সুবিধা পেয়ে থাকেন। এই মাঠের উইকেট সম্পর্কে অবগত থাকার পরও কেন ভারতের বিপক্ষে টস জিতে অজি অধিনায়ক প্যাট কামিন্স ব্যাট করার সিদ্ধান্ত নেন তা অবাক করেছে ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকারকে।সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তেন্ডুলকার লিখেছেন, ‘টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে দেখে অবাক হয়েছিলাম। ভারতীয় বোলারদের প্রশংসা করতেই হয়। কেননা ১৯৯ রানের মধ্যেই অস্ট্রেলিয়াকে বেঁধে ফেলার জন্য।অজিরাও ভালো শুরু করেছিল, কিন্তু এ ধরনের পিচে তারা যে একজন বাঁহাতি স্পিনারের শূন্যতা অনুভব করেছে সেটা বেশ বুঝতে পেরেছি।’দুই রানে ৩ উইকেট হারানোর পর বিরাট কোহলি ও লোকেশ রাহুলের দৃঢ়তায় লক্ষ্যে পৌঁছে যায় ভারত। দুজনকে নিয়েই প্রশংসা করেছেন তেন্ডুলকার, ‘বিরাট ও রাহুলের জুটি আমাদের জয়টা সহজ করে দিয়েছে। তারা খুব দক্ষতা ও ধৈর্যের পরিচয় দিয়েছে।কিছু দুর্দান্ত শট খেলেছে। বলও ব্যাটে আসছিল। ভালো শুরুর জন্য তাদের অভিনন্দন।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct