আপনজন ডেস্ক: ইসরায়েলি সেনাবাহিনী ও হামাসের মধ্যে লড়াইয়ের ফলে গাজার এক লাখ ২৩ হাজারের বেশি মানুষ বাড়িঘর ছাড়া হয়েছেন। গত ৭ অক্টোবর সকালে আকস্মিক ইসরায়েলে হামলা চালায় গাজার নিয়ন্ত্রণকারী হামাস। এরপর দ্রুতই লড়াইয়ে নামে ইসরায়েল। ওই ঘটনায় দুইদিনে দুই পক্ষে এক হাজার ১০০ এর বেশি মানুষ মারা গেছেন। রবিবার (৮ অক্টোবর) ইসরায়েলি বিমান হামলায় গাজা জুড়ে ১৫৯টি আবাসন ধ্বংস হয়ে গেছে। এক হাজার ২১০টি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২২৫ জনের বেশি ফিলিস্তিনি শরণার্থী আশ্রয় নেওয়া একটি স্কুল সরাসরি আক্রান্ত হয়েছে বলেও জানানো হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলে অন্তত ৭০০ জন নিহত হয়েছে, যার মধ্যে ৪৪ জন সেনা রয়েছে। এ ব্যাপারে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই অঞ্চলে ৭৮ শিশু ও ৪১ জন মহিলাসহ ৪১৩ জন নিহত হয়েছেন। যুদ্ধে এ পর্যন্ত উভয় পক্ষের প্রায় আড়াই হাজার মানুষ নিহত হয়েছেন। একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, নিরাপত্তা বাহিনী ৪০০ সশস্ত্র ব্যক্তিকে হত্যা করে কিছু এলাকা দখল করেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct