এম মেহেদী সানি, হাবড়া, আপনজন: রাজ্যের বেসরকারি হাসপাতালের রমরমার মাঝে, চিকিৎসা পরিষেবার হাল ফেরাতে সরকারি হাসপাতালগুলিতেও আধুনিকীকরণ করা হচ্ছে । উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ অংশের সাধারণ মানুষকে আরও উন্নত মানের চিকিৎসা পরিষেবা দিতে ঢেলে সাজানো হচ্ছে হাবড়া হাসপাতাল ৷ এ দিন রাজ্যের বনমন্ত্রী ও হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্যোগে বিধায়ক তহবিল থেকে ১১ লক্ষ ৪০ হাজার ৭১২ টাকা ব্যয়ে হাবড়া হাসপাতালে শিশু বিভাগে ১৪ টি এসি মেশিন বসানো হয়েছে ৷ সোমবার এসি মেশিন গুলি রিমোট কন্ট্রোলের সাহায্যে সূচনা করেন হাবড়ার পৌরপ্রধান নারায়ণ সাহা ৷ উপস্থিত ছিলেন হাবড়া হাসপাতালের সুপার বিবেকানন্দ বিশ্বাস সহ একাধিক কাউন্সিলর, হাসপাতালের আধিকারিকরা ৷
এদিন এসি মেশিন উদ্বোধন করে হাবড়ার পৌরপ্রধান নারায়ণ সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘আমাদের মানবিক বিধায়ক ও মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়ের আন্তরিক প্রচেষ্টায় হাবড়া হাসপাতালের প্রভূত উন্নয়ন হয়েছে ৷ সাধারণ মানুষকে উন্নত মানের চিকিৎসা পরিষেবা দিতে বিগত দিনে তিনি বিভিন্ন যন্ত্রপাতি দিয়েছেন এবার নতুন সংযোজন হলো হাসপাতালের শিশু বিভাগে ১৪ টি এসি মেশিন ৷’ এ বিষয়ে সন্তোষ প্রকাশ করে হাবড়া হাসপাতালের সুপার বিবেকানন্দ বিশ্বাস বলেন, ‘হাসপাতালের সার্বিক উন্নয়নে বিধায়ক ও মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়ের বড়ো ভূমিকা রয়েছে ৷ বিগত দিনে তিনি বিভিন্ন যন্ত্রপাতি থেকে শুরু করে আল্ট্রাসনোগ্রাফি মেশিন, ডিজিটাল এক্স-রে মেশিন প্রভৃতি দিয়েছেন ৷ ইতিমধ্যেই এই সমস্ত কিছুর পরিষেবা পাচ্ছেন এলাকার সাধারণ মানুষ ৷ এবার শিশু বিভাগে নতুন করে এসি মেশিন বসানোয় রোগীদের অত্যন্ত সুবিধা হবে ৷’জানা গিয়েছে হাবড়া হাসপাতালে মোট ১৩২ টি শয্যা রয়েছে, কিন্তু শয্যার তুলনায় রুগীর সংখ্যা থাকে প্রায় দ্বিগুণ, কখনো তারও বেশি ৷ এই পরিস্থিতিতে রুগী এবং হাসপাতাল কর্তৃপক্ষ উভয়কেই সমস্যায় পড়তে হয় । সমস্যা সমাধানে রাজ্য সরকারের নিকট ৩৫০ টি শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য অনুরোধ জানানো হয়, ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের সহযোগিতায় হাসপাতালের সন্নিকটে প্রায় নয় কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক ১০০ শয্যার নতুন ভবন নির্মাণ করা হচ্ছে ৷ আগামী দিনে হাবড়া হাসপাতাল জেলা সদর হাসপাতালে পরিণত হবে বলে আশা করছেন অনেকে ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct