শামিম মোল্যা, বসিরহাট, আপনজন: সারা রাজ্যে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু। ব্যতিক্রম নয় টাকী হাসনাবাদ। গত কয়েকদিনে অসংখ্য ডেঙ্গু আক্রান্ত রুগী ভর্তি হয়েছে হাসপাতালে। যা ভীষণ উদ্বেগের। এই কঠিন সময়ে আবারও পথে লামলো কোভিড কেয়ার নেটওয়ার্ক টাকী হাসনাবাদ ইউনিট। রবিবার থেকে “ডেঙ্গু নিয়ে-আতঙ্কিত নয় সতর্ক হোন” এই স্লোগানে সচেতনতার বার্তা দিতে সেচ্ছাসেবী সংগঠন কোভিড কেয়ার নেটওয়ার্ক টাকী হাসনাবাদ ইউনিটের উদ্যোগে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা টাকী, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালির বিভিন্ন প্রান্তে ডেঙ্গু সচেতনতা মূলক প্রচার, লিফলেট বিলি, বাজারে বাজারে পথসভা ও গ্রামের প্রতিটি কোনায় কোনায় সর্বোচ্চ প্রচারের উদ্যোগ নেওয়া হয়। রবিবার বিকাল ৪টায় ডেঙ্গু সচেতনতার উদ্দেশ্যে পাটলীখানপুর গ্রাম পঞ্চায়েতের চকপাটলী (পাটলীর হাট) বাজারে পথসভার আয়োজন করা হয়। এছাড়া হাসনাবাদ বাজার ও চৌরঙ্গী বাজার এবং থাম্লানি গ্রাম পঞ্চায়েতের হরিপুর বাজারে চলে পথ সভা। দেওয়ালে দেওয়ালে ডেঙ্গু সচেতনতার পোষ্টারও মারা হয় সংগঠনের উদ্যোগে। বক্তব্য রাখলেন কোভিড কেয়ার নেটওয়ার্ক টাকী হাসনাবাদ ইউনিটের স্টিয়ারিং কমিটির সদস্য পার্থ মুখার্জী, দীপক বসু, কোভিড কেয়ার নেটওয়ার্ক টাকী হাসনাবাদ ইউনিটের কনভেনার প্রদীপ্ত সরকার, সদস্য শিক্ষক সৌমেন রায় প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন কোভিড কেয়ার নেটওয়ার্ক টাকী হাসনাবাদ ইউনিটের সদস্য সাইফুল ইসলাম, সেলিম হোসেন গাজী, অর্ণব মন্ডল,সুকান্ত আড়ি প্রমুখ। বিশিষ্ট সমাজসেবী প্রদীপ্ত সরকার বলেন “কঠিন সময়ে মানুষের প্রয়োজনে সুন্দরবনবাসীর স্বার্থে প্রথম অবস্থায় আপাতত আগামী এক মাস চলবে এই ডেঙ্গু সচেতনতার কর্মসূচি”।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct