আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: বোলপুর পুরসভার ১০ নং ওয়ার্ড মকরমপুরে রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। আর সেই অবরোধে আটকে পড়লেন বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়। সেই খবর পাওয়ার পরই তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় বোলপুর থানার পুলিশ। অবরোধে আটকে পড়া বিধায়ক তথা ডেপুটি স্পিকারকে অন্য রাস্তা ঘুরে চলে যেতে হয়। সোমবার দুপুর থেকে এই অবরোধ শুরু করেছেন এলাকার বাসিন্দারা। কারণ বিগত কয়েক মাস ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা বোলপুর থেকে একদিকে সাঁইথিয়া ও অন্যদিকে লাভপুর যাওয়ার রাস্তার খানাখন্দে ভরা বেহাল অবস্থা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাজগ্রাম রোড কয়েক মাস ধরে সংস্কারের অভাবে ধুঁকছে। তাই সমস্যায় পড়েছেন এই পথে যাতায়াতকারী প্রচুর সংখ্যক মানুষ। এলাকার বাসিন্দাদের অভিযোগ বারবার এই বিষয়ে জানানো হলেও প্রশাসন, পূর্ত দপ্তর বা কেউ এই রাস্তা সংস্কারের কাজ করেনি। তাই বাধ্য হয়েই রাস্তা অবরোধ শুরু করেন স্থানীয়রা। তাদের দাবি যতক্ষণ না পূর্ত দফতরের তরফে আশ্বাস দেয়া হবে রাস্তার সংস্কার করার ব্যাপারে ততক্ষণ এই অবরোধ চলবে। এছাড়া বোলপুর মকরমপুরে বেশ কয়েকটি স্কুল আছে স্কুলের ছোট ছোট বাচ্চার জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করে। যেকোনো সময় দুর্ঘটনার ঘটে যাওয়া সম্ভাবনা বেশি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct