আপনজন ডেস্ক: নতুন করে চিনের আরো ৪২টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধরত রাশিয়াকে বিভিন্ন সরঞ্জাম সরবরাহের অভিযোগ এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে এক ধরনের ইন্টিগ্রেটেড সার্কিট, মিসাইল গাইডেন্স সিস্টেম সরবরাহ করার অভিযোগে এই পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের এক্সপোর্ট এনফোর্সমেন্টের সহকারী সচিব ম্যাথিউ অ্যাক্সেলরড এক বিবৃতিতে বলেছেন, আপনারা যদি রাশিয়ার প্রতিরক্ষা খাতে মার্কিন প্রযুক্তি সরবরাহ করেন, আমরা সেটা খুঁজে বের করব। তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় চিনা কোম্পানি ছাড়াও এস্তোনিয়া, ফিনল্যান্ড, জার্মানি, ভারত, তুরস্ক, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতের একটি করে প্রতিষ্ঠান রয়েছে।এদিকে মার্কিন পদক্ষেপকে ‘অর্থনৈতিক জবরদস্তি ও একতরফা গুন্ডামি’ বলে অভিহিত করে চিনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের এই ধরনের আচরণ সংশোধন করা উচিত। চিনা কোম্পানিগুলোর ওপর অযৌক্তিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত।যুক্তরাষ্ট্র চিনা কোম্পানিগুলোকে এমন এক সময় নিষেধাজ্ঞা দিলো যখন চিনা প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক আয়োজনের আলাপ চলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct