অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বালুরঘাট পৌরসভার সুইমিংপুলে প্রশিক্ষণরত শিক্ষার্থীদের নিয়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সোমবার। সুরেশ রঞ্জন পার্কে এদিন সকাল ৯ টা থেকে শুরু হয় প্রতিযোগিতা। এদিনের এই সাঁতার প্রতিযোগিতার সূচনা লগ্নে উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদা, বালুরঘাট পুরসভার এমসিআইসি বিপুল কান্তি ঘোষ, মহেশ পারখ সহ আরো অনেকে। আয়োজকদের তরফে জানানো হয়েছে, এই সাঁতার প্রতিযোগিতায় ৪১ টি ইভেন্টে প্রায় ২৫০ জনের মতো প্রতিযোগী অংশ নিয়েছে। এদিনের এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এ বিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, বালুরঘাট পুরসভার যে সুইমিং পুলটি রয়েছে, সেটি জেলার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে প্রচুর শিক্ষার্থী আমাদের শহর, জেলা এবং রাজ্য ও জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এবং আমাদের শহরে এবং জেলাকে উন্নতমানে পৌঁছে দিয়েছেন। প্রতি বছরের ন্যায় এ বছরও বালুরঘাট পুরসভার সুইমিংপুলে যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রশিক্ষণ নিয়েছেন, তাদেরকে নিয়েই এই বছরের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct