মোহাম্মাদ সানাউল্লা, রামপুরহাট, আপনজন: রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করলেন বীরভূম জেলা পরিষদের জন স্বাস্থ্য ও কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ নাগর চন্দ্র কোনাই। সোমবার বেলা বারোটা নাগাদ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ঢুকে তিনি বিভিন্ন বিভাগে পরিদর্শন করেন। হাসপাতালে সুপার স্পেশালিটি বিভাগে গিয়ে তিনি দেখেন , অপরিষ্কার, নোংরা আবর্জনায় দুর্গন্ধ ছড়াচ্ছে। সুপার স্পেশালিটি হাসপাতালে পাঁচ তলায় রোগীদের রুমে ফ্যান বন্ধ,এসি খারাপ হয়ে আছে কয়েক মাস থেকে।এছাড়াও হাসপাতালে ভর্তি থাকা রোগীদের কাছে জানতে চান তারা কেমন পরিষেবা পাচ্ছেন। হাসপাতালের আউটডোর বিভাগে গিয়ে তিনি অভিযোগ করে বলেন, হাসপাতালের মধ্যে কোন সিকিউরিটি নেই। এত রোগী থই থই করছে। হাসপাতালে ১২৬ জন সিকিউরিটি অথচ তিনি সেভাবে সিকিউরিটি দেখতে পেলেন না। আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি বিভাগ এখানে কেন? সুপার স্পেশালিটি বিল্ডিং এর পরিষ্কার পরিচ্ছন্নতার এত অভাব। একজন ঠিকাদারকে ঠিকা দেওয়া থাকলেও ওই ঠিকাদার আবার অন্য একজনকে ঠিকা দিয়েছে।কিন্তু হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে উঠছে প্রশ্ন।তিনি এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যের জন্য এতো কোটি কোটি টাকা খরচ করছেন হাসপাতালে এমন চলতে থাকলে দিদির প্রকল্প বাস্তবায়িত হবে না। পরবর্তীতে আমি জেলা পরিষদের স্থায়ী সমিতির সভায় এই বিষয়গুলো তুলে ধরব। আশাকরি সমাধান হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct