দেবাশীষ পাল, মালদা, আপনজন: বৃষ্টি কমলেও এখনো জল কমেনি, ইংরেজবাজার পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে। পুরসভার তিন নম্বর ওয়ার্ড ২৩ নম্বর ওয়ার্ড ২৫ নম্বর ওয়ার্ডেএখনো জমে রয়েছে বৃষ্টির জল। জলমগ্ন আইসিডিএস সেন্টার। ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনি এলাকায়, জল জমে যাওয়ায় কার্যত আই সি ডি এস সেন্টারে কাজকর্ম ব্যাহত হচ্ছে। কবে এই জল বেরোবে তাও সঠিকভাবে বলতে পারছেন না স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পুরসভা কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে পৃথকভাবে খাল কেটে জল মহানন্দা নদীতে মিশিয়ে দিয়ে সেই জল নামানোর চেষ্টা করছি ইংরেজবাজার পৌরসভা দাবি করেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct