নিজস্ব প্রতিবেদক, মহিষাদল: ভারতের ছাত্র ফেডারেশন এস এফ আই এর সোমবার দুপুর ২ টায় মহিষাদল বাস স্ট্যান্ডের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় বিভিন্ন দাবি নিয়ে। এস এফ আই এর রাজ্য সম্পাদক প্রতিকুর রহমান সমাবেশ থেকে একাধিক দাবি তুলে সোচ্চার হন। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে জাতির জনক মহাত্মা গান্ধীর নামঙ্কিত বিশ্ব বিদ্যালয়ের জন্য যে অর্থ বরাদ্দ হয়েছিল সেই অর্থ দিয়ে বিশ্ব বিদ্যালয়ের কাজ পুনরায় চালু করা, পূর্ব মেদিনীপুর জেলার প্রায় ৬৫০ টি প্রাথমিক বিদ্যালয় বন্ধের পথে শিক্ষা দফতর থেকে যে নোটিশ দেওয়া হয়েছে তা প্রত্যাহার করা, কেন্দ্রীয় শিক্ষানীতি এন ই পি ২০২০,সেই সঙ্গেই রাজ্যের পিপিপি শিক্ষা মডেল নীতি বাতিলের দাবি তোলেন। অপর দিকে এস এফ আই এর কেন্দ্রীয় কমিটির সদস্যা দীস্পিতা ধর সমাবেশ থেকে বলেন, ২০১৮ সালে গান্ধী বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস হয়েছিল। প্রাথমিক পর্যায়ে রাজ্য সরকার ১৭৬ কোটি টাকা বরাদ্দ করেছিল। বর্তমানে ২৫ কেটি টাকার কাজ হয়েছে তার মধ্যেই ঠিকাদার সংস্থাকে মাত্র ১১ কোটি টাকা পরিশোধ হয়েছে সেই তথ্য তুলে ধরেন সমাবেশে। নতুন ক্যাম্পাসের কাজ শুরু হলেও বর্তমানে সেই কাজ বন্ধ রয়েছে। ফলে বিশ্ব বিদ্যালয়ের পঠন-পাঠন মহিষাদল রাজ কলেজ ক্যাম্পাসে নাম মাত্র বিভাগ নিয়ে চলছে। এতে ছাত্র ছাত্রীরা তাদের কাঙ্খিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন সমাবেশে। এস এফ আই এর রাজ্য সহ-সম্পাদক আকাশ কর সারদা নারদা প্রসঙ্গ তুলে শুভেন্দু, ফিরহাদ হাকিমদের কটাক্ষ করেন। সমাবেশে বক্তব্য রাখেন এস এফ আই জেলা সম্পাদক জাকির হোসেন, জেলা সভাপতি ইন্দ্রজিত সরকার,রাজ্য কমিটির সদস্যা পিয়াসা ব্যানার্জী। উপস্থিত ছিলেন এস এফ আই এর রাজ্য কমিটির সদস্য আলী আকবর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সুমন সামন্ত সহ অনেকেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct