আপনজন ডেস্ক: অর্থনীতিতে ২০২৩ সালের নোবেল জিতলেন মার্কিন অর্থনীতিবিদ ক্লডিয়া গোল্ডিন। মহিলাদের শ্রমবাজার সম্পর্কে ধারণার উন্নতির জন্য তাকে পুরস্কারটি দেওয়া হচ্ছে। সোমবার বিকালে স্টকহোমে রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস আলফ্রেড নোবেলের স্মৃতিতে বিজয়ীর নাম ঘোষণা করে।
ক্লডিয়া গোল্ডিন ১৯৪৬ সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন।
তিনি ১৯৭২ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেছেন এবং বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক।
তিনি তৃতীয় নারী, যিনি অর্থনীতিতে নোবেল জিতলেন। নোবেলদের সব শাখার মধ্যে অর্থনীতির পুরস্কারে সবচেয়ে কমসংখ্যক নারী বিজয়ী রয়েছে। এর আগে ২০০৯ সালে এলিনর অস্ট্রম এবং ২০১৯ সালে এথার ডুফ্লো বিজয়ী হয়েছিলেন।
নোবেল কমিটির মতে, বিশ্বব্যাপী শ্রমবাজারে নারীদের অবদান তেমন উপস্থাপিত হয় না। তারা পুরুষদের তুলনায় কাজের ক্ষেত্রে কম মজুরি পান।
গোল্ডিন এ বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে ২০০ বছরেরও বেশি সময়ের তথ্য সংগ্রহ করেছেন। তিনি দেখিয়েছেন, কিভাবে ও কেন উপার্জন ও কর্মসংস্থানের হারে লিঙ্গ পার্থক্য সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে। অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য কমিটির চেয়ারম্যান জ্যাকব সভেনসন বলেছেন, শ্রমবাজারে নারীর ভূমিকার ধারণা সমাজের জন্য গুরুত্বপূর্ণ। ক্লডিয়া গোল্ডিনের যুগান্তকারী গবেষণার জন্য ধন্যবাদ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct