আপনজন ডেস্ক: কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী সোমবার বলেছেন দেশব্যাপী জাতিগত আদমশুমারির পক্ষে তার মত ১০০ শতাংশ। তিনি জোর দিয়ে বলেন, যে এটি দলের সর্বোচ্চ অগ্রাধিকার’ করা উচিত। কংগ্রেস সদর দফতরে কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) বৈঠকে সোনিয়া এই মন্তব্য করেন। বৈঠকে সোনিয়া তার মতামত ব্যক্ত করে বলেন, আমি জাতিগত আদমশুমারির পক্ষে ১০০ শতাংশ একমত, আমাদের অবশ্যই এটি করতে হবে। এটাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। কংগ্রেস ওয়ার্কিং কমিটির কর্তৃক গৃহীত একটি প্রস্তাবে দলটি বলেছে যে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে যে তার নেতৃত্বাধীন সরকার ২০২১ সালে নির্ধারিত সাধারণ দশকীয় আদমশুমারির অংশ হিসাবে দেশব্যাপী জাতিগত আদমশুমারি পরিচালনা করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct