আপনজন ডেস্ক: ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা এবং মিজোরামে ৭ থেকে ৩০ নভেম্বরের মধ্যে বিভিন্ন দিনে ভোট গ্রহণ হবে এবং ৩ ডিসেম্বর পাঁচটি রাজ্যের ভোট গণনা করা হবে। মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) রাজীব কুমার এক সাংবাদিক সম্মেলনে সোমবার বলেন, এই নির্বাচনে প্রায় ১৬ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আগামী ৭ নভেম্বর মিজোরামের ৪০টি বিধানসভা আসনের সবকটিতেই ভোট গ্রহণ হবে এবং ছত্তিশগড়ের ২০টি আসনে প্রথম দফার ভোট গ্রহণ হবে। ছত্তিশগড়ের বাকি ৭০টি আসনে ও মধ্যপ্রদেশের ২৩০টি আসনে ১৭ নভেম্বর ভোট গ্রহণ হবে। রাজস্থানের ২০০ টি বিধানসভা আসনের সবকটিতে ভোট গ্রহণ হবে ২৩ নভেম্বর এবং তেলেঙ্গানার ১১৯ সদস্যের বিধানসভা নির্বাচন হবে ৩০ নভেম্বর। সিইসি কুমার জানিয়েছেন, আগামী ৩ ডিসেম্বর পাঁচটি রাজ্যের ভোট গণনা হবে। আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে এটিই হবে বিধানসভা নির্বাচনের শেষ সেট।
উল্লেখ্য, রাজস্থান ও ছত্তিশগড়ে কংগ্রেস, মধ্যপ্রদেশে বিজেপি, তেলেঙ্গানায় ভারত রাষ্ট্র সমিতি এবং মিজোরামে মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ) ক্ষমতায় রয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, এই পাঁচটি রাজ্যে ১.৭৭ লক্ষ ভোটকেন্দ্র থাকবে, যার মধ্যে ১.০১ লক্ষ ওয়েবকাস্টিংয়ের সুবিধা থাকবে। তিনি বলেন, আট হাজারের বেশি ভোটকেন্দ্র মহিলাদের দ্বারা পরিচালিত হবে।
তিনি আরও বলেন, ছয় মাস পর আমরা এখানে জড়ো হয়েছি। এই নির্বাচনগুলি দেশের জন্য তাৎপর্যপূর্ণ এবং এর পরে আমরা লোকসভা নির্বাচনের ঘোষণার জন্য মিলিত হব। মিজোরাম, ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ ও তেলেঙ্গানার বিধানসভা নির্বাচনের প্রস্তুতির সময় আমরা রাজনৈতিক দল এবং এনফোর্সমেন্ট এজেন্সিসহ সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করেছি।
সিইসি বলেন, নির্বাচন কমিশন (ইসি) ভোটার তালিকাকে অন্তর্ভুক্তিমূলক করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে এবং ‘রোল-টু-পোল’ বা সব ভোটার যাতে ভোট দিতে আসে তা নিশ্চিত করার দিকেও মনোনিবেশ করা হবে। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ও মিজোরামে ৮.২ কোটি পুরুষ ও ৭.৮ কোটি মহিলা ভোটার থাকবে।
রাজীব কুমার বলেন, প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনের জন্য একটি নতুন ইলেকশন সিজার ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হচ্ছে, যাতে প্রলোভনমুক্ত নির্বাচন নিশ্চিত করা যায়। আন্তঃরাজ্য সীমান্তে কড়া নজরদারি এবং অবৈধ মদ, নগদ টাকা, অবাধ মাদক পাচার ও বিক্রি রুখতে মোট ৯৪০টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
সিইসি বলেন, অর্থশক্তি ব্যবহারে জিরো টলারেন্স থাকবে এবং মানিব্যাগের মাধ্যমে সন্দেহজনক অনলাইন ক্যাশ ট্রান্সফারের বিষয়েও কঠোর নজরদারি থাকবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct