আপনজন ডেস্ক: অবশেষে রাজ্যপাল সিভি আনন্দ বোস সময় দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই সুবাদে সোমবার রাজভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ৩০ জনের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। ওই বৈঠকে শামিল ছিলেন কেন্দ্রীয় সরকারের প্রক্ল্প বঞ্চিত সাতজন শ্রমিক। এছাড়া সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল ২০ লক্ষেরও বেশি চিঠি। বিকাল চারটে নাগাদ রাজ্যপালের মুখোমুখি হওয়ার পর মাত্র ২০ মিনিট হয় বৈঠকটি।
রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে এমজিএনআরইজিএ নিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। রাজ্যপালের কাছে দুই পাতার একটি চিঠি তুলে দিয়ে বাংলার ২১ লক্ষেরও বেশি বঞ্চিত নারী-পুরুষের মজুরি না পাওয়ার দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা সমাধানে সহায়তা করার আহ্বান জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাক্ষরিত চিঠিতে তৃণমূল বলেছে, রাজ্য ও জনগণের স্বার্থ রক্ষার জন্য আমরা রাজ্যপাল হিসাবে আপনার অপেক্ষায় রয়েছি।
রাজ্যপাল ধৈর্যসহকারে শুনানি করে বলেন, বিষয়টি ভারত সরকারের নজরে আনা হবে এবং বাংলার মানুষের কল্যাণে যা যা প্রয়োজন তা করা হবে। রাজ্যের এমজিএনআরইজিএ বকেয়ার বিষয়টি কেন্দ্রীয় সরকারের কাছে উত্থাপনের আশ্বাস দিয়েছেন তিনি।
তৃণমূল সূত্রে খবর, ২৪ ঘণ্টার মধ্যে বকেয়া টাকা নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলে তৃণমূলকে আশ্বাস দিয়েছেন রাজ্যপাল বোস। যদিও রাজ্যপালের বিবৃতিতে এই সময়সীমার কোনও উল্লেখ নেই। তবে বৈঠকের পরে জানা যায়, সোমবার সন্ধ্যাতেই বিমান যোগে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল। রাজ্যপাল ২ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বকেয়া আদায়ের কথা বললেও অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সসময়সীমা দু সপ্তাহ বাড়িয়ে দেন। এ বিষয়ে অভিষেক বলেন, রাজ্যপাল সৌজন্যতা দেখিয়েছেন। সেসব ভেবে দুসপ্তাহ সময়সীমা বাড়ানো হয়েছে। রাজ্যপালকে দেওয়া ২ সপ্তাহের সময়সীমার মধ্যে বকেয়া সংক্রান্ত দাবিপূরণ না হলে আবার আন্দোলনের ঘোষণা করবেন অভিষেক। হুঁশিয়ারির সুরে তিনি জানান, রাজ্যপাল কথা দিয়েছেন সমস্যা সামাধানের। এ ব্যাপারে ৩১শে অক্টোবর পর্যন্ত দেওয়া হয়েছে। তাতে সমাধা না হলে তা না হলেই ১লা নভেম্বর থেকে ফের ধর্না কর্মসূচি হবে। তার তেজ অনেক বেশি হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেৃতত্বে কমপক্ষে ৫০ হাজার মানুষ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তখন রাস্তায় নামবেন।’
যদিও এদিন আপাতত আন্দোলনের ইতি ঘটানোর কথা জানিয়েছেন অভিষেক। তিনি জানান, রাজ্যপাল আশ্বাস দিলেও তিনি আরও ২৪ ঘণ্টা ধর্নায় বসতে চেয়েছিলাম। কিন্তু বারণ করেছেন খোদ তৃণমূল নেত্রী মমতা। সূত্রে খবর, যেহেতু অভিষেকের সঙ্গে সৌজন্যতা দেখিয়েছেন রাজ্যপাল। তাই কঠোর মনোভাব প্রত্যাহার করার পরামর্শ দিয়েছেন মমতা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct