আপনজন ডেস্ক: দর্শকেরা সব কোথায় গেল—বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ চলাকালে এমন প্রশ্ন অনেকেই করেছেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের আসনসংখ্যা ১ লাখ ৩০ হাজার। এ মাঠেই উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্সআপ নিউজিল্যান্ড। সেই ম্যাচে মাঠে ছিল ৪৭ হাজার দর্শক।
শুধু আহমেদাবাদের উদ্বোধনী ম্যাচেই নয়, গতকাল ধর্মশালায় বাংলাদেশ-আফগানিস্তান আর দিল্লিতে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচ দুটিতেও প্রত্যাশা অনুযায়ী দর্শক দেখা যায়নি। তবে আজ বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হতে যাওয়া ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে।
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের চেয়ে বেশি চাহিদা আরেকটি ম্যাচ নিয়ে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেই ম্যাচ হবে ১৪ অক্টোবর। কোন দুই দলের ম্যাচ? এবারের বিশ্বকাপের প্রথম পর্বে ক্রিকেটপ্রেমীদের কাছে সবচেয়ে লোভনীয় আর আকর্ষণীয় সেই ম্যাচ দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের।
আহমেদাবাদের এ ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ এতটাই বেশি যে বাড়তি টিকিট ছাড়তে হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। বিসিসিআই ঘোষণা দিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচের জন্য তারা বাড়তি ১৪ হাজার টিকিট ছাড়বে। সেই বাড়তি টিকিট বিক্রি শুরু হবে আজ থেকেই।
টিকিট কোথা থেকে কেনা যাব, সে বিষয়ে বিবৃতিতে বিসিসিআই লিখেছে, ‘সমর্থকেরা টিকিট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে টিকিট কিনতে পারবে।’ দেখা যাক, ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে কী পরিমাণ উন্মাদনা থাকে!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct