আপনজন ডেস্ক: আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে ওউত্তারা দেশটির প্রধানমন্ত্রীকে অপসারণ করেছেন এবং তার সরকার ভেঙে দিয়েছেন। শুক্রবার প্রেসিডেন্টের কার্যালয়ের মহাসচিব আবুদ্রামানে সিসে এ তথ্য জানান। এদিকে অপ্রত্যাশিত এ পদক্ষেপের জন্য কোনো কারণ জানানো হয়নি। তবে নতুন প্রধানমন্ত্রী ও সরকার নিয়োগ না হওয়া পর্যন্ত তারা অস্থায়ী দায়িত্বে থাকবেন বলে সিসে জানিয়েছেন। সিসে বলেন, ‘বিগত বছরগুলোতে জাতির সেবায় প্রতিশ্রুতির জন্য প্রধানমন্ত্রী প্যাট্রিক আচি ও সরকারের সব সদস্যের প্রতি প্রেসিডেন্ট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’ আইভরি কোস্টের প্রেসিডেন্টেদের জন্য তাদের দেশের সরকারে কঠোর ও অপ্রত্যাশিত পরিবর্তন করা অস্বাভাবিক নয়।আচি গত বছরের এপ্রিলে তার ও তার সরকারের পদত্যাগপত্র পেশ করেছিলেন, যখন ওউত্তারা তার মন্ত্রিসভার আকার কমাতে মন্ত্রীপদ কমানোর পরিকল্পনা ঘোষণা করেছিলেন। কিন্তু এর এক সপ্তাহ পর প্রধানমন্ত্রীকে পুনর্নিযুক্ত করা হয়। আইভরি কোস্টে ২০২৫ সালে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ওউত্তারা ২০২০ সালে পুনঃনির্বাচিত হয়েছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct