অনিল কুম্বলে দায়িত্ব নেওয়ার সময় রবি শাস্ত্রীর সঙ্গে তৎকালীন ক্রিকেট উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য সৌরভ গাঙ্গুলীর ঝামেলা লেগেছিল। কোহলির অপছন্দের তালিকায় পড়ে পরে চাকরি খোয়াতে হয় কুম্বলেকে। তার জায়গায় কোচ নির্বাচিত হন রবি শাস্ত্রী। কোহলির পছন্দের পাত্র শাস্ত্রীই শেষমেশ ভারতীয় দলের কোচ হন। রাহুল দ্রাবিড় ও জাহির খানকে সাপোর্ট স্টাফ হিসাবে দলে নিতে বললে, তাতে রাজি হননি হেড কোচ শাস্ত্রী। যা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। সেই সব থেকে শিক্ষা নিয়ে এবার বিসিসিআই কোচ বাছাই ঘিরে বেশ কঠোর সিদ্ধান্ত নিয়েছে। সদ্য শেষ হয়ে যাওয়া বিশ্বকাপে ভারতের খারাপ ফলাফলের জন্য কোচ বাচাইয়ের পথে হাঁটতে চলেছে বিসিসিআই। তবে সে কাজটি করার আগে মাথায় একটি বিষয় ঢুকিয়ে নিয়েছেন বোড কতারা। যার অন্যতম হল কোচ নির্বাচনে অধিনায়ক কোহলির মতামতকে গুরুত্ব না দেওয়া। শাস্ত্রীর ভারতীয় দলের কোচ হওয়ার পিছনে গুরুত্বপূণ ভূমিকা পালন করেছিলেন কোহলি। কোহলি চেয়েছিলেন বলেই শাস্ত্রী দায়িত্ব পেয়ে যান। তবে এবার আর কোচ নির্বাচনে ক্যাপ্টেন কোহলির মতামত গুরুত্ব পাবে না বলে, এদিন বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct