আপনজন ডেস্ক: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশে প্রত্যন্ত অঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্সে। দেশটির পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন, নিহতদের মধ্যে পাইলট এবং তিনজন শিশু রয়েছে। শুক্রবার ক্যানবেরা থেকে দ্য সিরাস এসআর২২ বিমানটি উড্ডয়ন করে। এরপর দেশটির স্থানীয় সময় ৩টার দিকে সিডনি থেকে ২৯০ কিলোমিটার দূরে কুয়েনবিয়ান শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। এতে পাইলটসহ বিমানটিতে থাকা আরো তিনজন আরোহী নিহত হয়। আরোহীরা সবাই শিশু।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct