আপনজন ডেস্ক: ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস কয়েক বছরের মধ্যে ইসরায়েলের ওপর সবচেয়ে বড় হামলা চালানোয় শনিবার বেশ কয়েকটি আরবদেশ সংযম করার আহ্বান জানিয়েছে। গাজা থেকে ছোড়া রকেটের ঢেউয়ের সঙ্গে বন্দুকধারীরা ইসরায়েলে প্রবেশ করেছে। এক নজিরবিহীন হামলায় দেশটিতে অনেক মানুষ হতাহত হয়েছে। সংযুক্ত আরব আমিরাত ইসরায়েল ও ফিলিস্তিনিদের প্রতি আরো সহিংসতা প্রতিরোধ এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা রক্ষার আহ্বান জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে। তাদের প্রতিবেদন অনুসারে, মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘সংযুক্ত আরব আমিরাত সর্বোচ্চ সংযম অনুশীলন এবং গুরুতর প্রতিক্রিয়া এড়াতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।’ ওমানও ইসরায়েল ও ফিলিস্তিনিদের সর্বোচ্চ আত্মসংযম অনুশীলন করার আহ্বান জানিয়েছে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা একটি সরকারি বিবৃতিকে উদ্ধৃত করে জানিয়েছে। বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও আন্তর্জাতিক পক্ষগুলোকে চলমান উত্তেজনা বন্ধ করতে এবং আন্তর্জাতিক আইনের নিয়ম অবলম্বন করতে অবিলম্বে হস্তক্ষেপ করতে বলা হয়েছে। এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করে বলেছে, ফিলিস্তিনি জনগণের সঙ্গে চলমান সহিংসতার জন্য ইসরায়েল একাই দায়ী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct