জাহেদ মিস্ত্রী, বারুইপুর, আপনজন: চম্পাহাটির হারাল এলাকায় একাধিকবার বারুইপুর পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা হানা দিয়ে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি ও বাজি তৈরির মসলা বাজেয়াপ্ত করে। শনিবার বাজেয়াপ্ত করা নিষিদ্ধ শব্দবাজি ও মসলা নষ্ট করল সিআইডির বোম স্কোয়াড। উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার দত্তপুকুর বাজি বিস্ফোরণে বেশ কযেকজনের মর্মান্তিক মৃত্যুর পরেই অধিক তৎপর হয় পুলিশ প্রশাসন। বারুইপুরের হারাল গ্রামে একাধিক এলাকায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। বিভিন্ন বাজি তৈরির মসলা সহ প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করে বারুইপুর থানার পুলিশ।সেই বাজেয়াপ্ত করা সমস্ত বাজিগুলিকে বিশেষ পদ্ধতি মেনে নষ্ট করলো সিআইডির বোম কোয়াড। বারুইপুর শহর থেকে অনতি দূরে নির্জন এবং সুরক্ষিত জায়গায় গিয়ে এই বাজিগুলোকে নষ্ট করা হয়। তত্ত্বাবধানে ছিল বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং বারুইপুর ফায়ার ব্রিগেড।আসন্ন কালী পূজা পর্যন্ত এমন হানা চলবে প্রায়শই বলে জানান হয় বারুইপুর প্রশাসনের পক্ষ থেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct