সত্য-মিথ্যা
সৌমেন্দু লাহিড়ী
কেউ কিছু বলে ফ্যালে,
কেউ কিছু বলে না,
অন্যায় মেনে নেওয়া
সব ধাতে সয় না।
সত্যকে সত্য
মিথ্যাকে মিথ্যা,
বলে যারা নেয় তারা
সততার পন্থা।
মিথ্যার বসতি
বিস্তার করে জাল,
শয়তান ক’রে ছল
হচ্ছে মালামাল।
সৎপথে হয়ত
আসে দুখ ও অনটন
তবু হৃদে খুশি জাগে
মন করে চনমন।
অসৎ পথেতে
নেই কোনো শান্তি,
সততার পথে রয়
প্রচুর প্রশান্তি।
অসতের কারবারী
সর্বদা দূর্জন,
সৎলোকের হৃদয়ে
ভগবান সদা রন।
সততের সাথে কর
যত পার তত ভাব,
দৈনিক দুনিয়ায়
সততার খুব অভাব।।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct