প্রশ্ন
বিমান পাত্র
“এই অপু, ট্রেন দেখতে যাবি?”
-কত জন্মের পথ ডিঙিয়ে প্রশ্ন আসে ভেসে ;
কাশের বনে শরৎ-হাওয়ায় রোদ্দুর যায় হেসে৷
মাঠ জুড়ে সেই সবুজ শাড়ি নীল চাঁদোয়ার তলে ;
কে এক দিদি কানে কানে সেসব কথাই বলে৷
“পাবি সেথায় দুধসাদা রঙ স্বর্গসুখের চাবি
শোন্ না রে ভাই, আমার কথা, ট্রেন দেখতে যাবি?”
ট্রেন তো কত এলো গেল বুকের বাঁ-জংশনে,
কারও কথা তেমন করে রইলো না আর মনে!
বাজে না আর কানে আমার কু-ঝিক-ঝিক সুর,
মনের মাঝেই স্টেশন, তবু আলোকবর্ষ দূর!
কত মানুষের কোলাহল আজ, জমাট স্টেশনপাড়া ;
তবু কোথাও দুর্গাদিদি দেয় না কো আজ সাড়া !
স্টেশনধারে মাঠেরা উধাও, কাশের কথকতা ;
ফ্ল্যাটবাড়ি আর শপিংমলে ব্যস্ত আধুনিকতা৷
দুর্গাদিদি যায় হারিয়ে পরিস্হিতির ফাঁসে,
বহুযুগের ওপার থেকে প্রশ্ন তবু আসে -
“এই অপু, ট্রেন দেখতে যাবি ?”
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct