এম মেহেদী সানি, বাদুড়িয়া, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া ব্লকের চাতরা গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান আসলাম উদ্দিনের লক্ষ্য সর্বক্ষেত্রে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়া ৷ মেয়েদের সর্বক্ষেত্রে যাতে এগিয়ে আনা যায়, সংশ্লিষ্ট পরিকল্পনা গ্রহণের উদ্যোগের কথা জানিয়ে এলাকাবাসীর উদ্দেশ্যে সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মেয়েদের উত্থান ছাড়া সমাজের পরিবর্তন কখনো সম্ভব নয় ৷’ আগামী দিনের কর্মপরিকল্পনার কথা জানাতে গিয়ে প্রধান জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক সরকারের সমস্ত প্রকল্পগুলির সুবিধা সকলের কাছে পৌঁছে দেওয়াটাই আমাদের লক্ষ্য ৷’ রাস্তাঘাট, পানীয় জল, আলো, জল নিকাশি ব্যবস্থা, জনস্বাস্থ্যের ক্ষেত্রে প্রভূত উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরে আসলাম বলেন, কিছুটা রাস্তার কাজ এখনও বাকি রয়েছে, তবে তৃণমূল পরিচালিত নবগঠিত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের মাধ্যমে আমরা দ্রুত সংস্কার করতে পারব ৷’ পাশাপাশি এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করতে জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী সহ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ, তৃণমূল নেতা বুরহানুল মুকাদ্দিম লিটনের উল্লেখযোগ্য ভূমিকা থাকবে বলেও জানান আসলাম। জানা গিয়েছে জীবনে প্রথমবার ২০১৮ সালের গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী লড়াইয়ে তৃণমূলের পক্ষ থেকে অংশগ্রহণ করেন আসলাম উদ্দিন, সেবার তিনি উপ-প্রধান নির্বাচিত হন, ২০২০ সালে ওই গ্রাম পঞ্চায়েত প্রধানের মৃত্যু হওয়ায় আসলাম প্রধানের দায়িত্ব পান ৷ এবারও নবনির্বাচিত প্রধান হিসেবে সম্প্রতি শপথ গ্রহণ করেছেন আসলাম উদ্দিন ৷ পুনরায় নবনির্বাচিত প্রধান এলাকার উন্নয়নের ক্ষেত্রে বর্তমান সময়ে যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলির কথা তুলে ধরে সরব হন ৷ তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণের কারণে দীর্ঘদিন ধরে আমরা ১০০ দিনের কাজ এবং বকেয়া টাকা সহ অসহায় গরীব মানুষদের জন্য নির্ধারিত আবাস যোজনার বাড়ি বানানোর টাকা থেকে বঞ্চিত ৷ আমরা আশা করছি মানবিক সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় সমস্ত সমস্যা আমরা দ্রুত সমাধান করতে পারব ৷’ ২৬ আসন বিশিষ্ট চাতরা গ্রাম পঞ্চায়েতে ১৭ টি আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে তবে সকলকে নিয়েই উন্নয়নের কাজ ত্বরান্বিত করার পক্ষেই নবনির্বাচিত প্রধান আসলাম উদ্দিন ৷ তার মতে, মানুষের কাজ করার জন্য দল আমাকে এই দায়িত্ব দিয়েছে, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে পরিষেবা দেওয়াটাই আমার কাজ ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct