নিজস্ব প্রতিবেদক, বাঁকুড়া, আপনজন: বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের পূর্ব নবাসন পঞ্চায়েতের ভাটপাড়া কলোনি গ্রামের সরকার বাড়ির পুজো এবার অষ্টম বর্ষে পদার্পণ করল। হাতে আর মাত্র কয়েকটা দিন তারপরেই দেবী দুর্গার আরাধনায় মেতে উঠবেন আপামর সকলেই । ইতিমধ্যেই আকাশে বাতাসে পেজা তুলোর গন্ধ জানান দিচ্ছে মা আসছে । সকলের মধ্যে আনন্দ উচ্ছ্বাস চোখে পড়ার মতো । সরকার বাড়ির এই পুজো শুধুমাত্র পারিবারিক নয় আশেপাশের বেশ কয়েকটি অঞ্চলের সাধারণ মানুষরা এই পুজোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আপনার মনে হতেই পারে এ যেন বারোয়ারি পূজো । সরকার বাড়ির পুজোর বিশেষ রীতি বৈষ্ণব মতে তারা দুর্গা পূজা করে থাকেন । এছাড়াও পুজোর কটা দিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি নরনারায়ন সেবার আয়োজন করা হয় ও দুস্থ মানুষদের নতুন বস্ত্র প্রদান করা হয়। সরকার পরিবারের বেশিরভাগ সদস্যরাই কর্মসূত্রে বিদেশে থাকেন তবে পুজোর কটা দিন সকলেই এক জায়গায় মিলিত হন এবং গ্রামের সাধারণ মানুষদের সঙ্গে পূজোকে কেন্দ্র করে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন । সরকার পরিবারের এক সদস্য চঞ্চল সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান , পারিবারিক পুজো হলেও সকল মানুষ নিজের পরিবারের মত এই পুজোতে অংশগ্রহণ করে থাকেন । আমরাও সকলের সঙ্গে আনন্দ উচ্ছ্বাস ভাগ করে নেই । সরকার পরিবারের মেজো বউমা রাখি সরকার জানান , আমরা সারা বছর এই পূজোর জন্য অপেক্ষা করে থাকি কবে এই পুজোর দিন আসবে এবং বিদেশ থেকে দেশে ফিরে সকলকে নিয়ে একসঙ্গে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠবো ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct