সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: মুর্শিদাবাদের জলঙ্গি গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কিছু গ্রামে বৃষ্টির জল জমে যায় সেই জল বাড়িতে উঠে পড়ে অসহায় হয়ে পড়ে প্রায় তিরিশটা পরিবার তাদের তড়িঘটি এলাকার গৌরীপুর কারবালা স্কুলে অস্থায়ী ভাবে তাদের শিবির করা হয় এবং সেখানেই রাত্রি বাস থেকে খাওয়া দাওয়া ও ওষুধের ব্যবস্থা করেন জলঙ্গি গ্রাম পঞ্চায়েত প্রধান সামিন আহাম্মেদ রেন্টু। শনিবার ছুটির দিনেও প্রধান নিজের উদ্যোগে জলমগ্ন এলাকায় জলের পাম্পের সাহায্যে জল বের করার কাজ করেন সারাদিন নিজে সরোজমিনে থেকে। তিনি নিজে জনগণের জন্য প্রধান হয়েছেন সেটা এর আগেও যখন জলঙ্গি গ্রাম পঞ্চাতের উপ প্রধান ছিলেন তখনো একাধিক উন্নয়ন মূলক কাজ করেছেন বলে জানান এলাকার এক ব্যক্তি। তিনি আরও বলেন সামিন আহাম্মেদ রেন্টু কোনো দল, ধর্ম, ব্যক্তি না দেখে সকলের পাশে এসে দাঁড়ান তিনি। প্রধান সামিন আহম্মেদ রেন্টু জানান আমাকে জনগণ মেম্বার বানিয়েছেন তাদের জন্য আমি প্রধান হয়েছি তাই তাদের জন্য কাজ করতে চাই। সবার পাশে দাঁড়ানোটায় আমার প্রথম কাজ বলে মনে করি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct