অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: পিচ উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে রাস্তায়। বর্ষার জল জমায় আরো বেশি সমস্যায় পড়েছেন এই রাস্তা দিয়ে চলাচল করা মানুষজন। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা ।বালুরঘাট পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের খিদিরপুর এলাকার ঘটনা। যদিও পুজোর আগে রাস্তার সংস্কার হয়ে যাবে বলেই আশ্বাস দিয়েছেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান। জানা গিয়েছে, খিদিরপুর এলাকার দিঘি পাড়া থেকে খিদিরপুর শিব মন্দির এলাকা পর্যন্ত বেহাল রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষ প্রতিদিন চলাচল করেন। অথচ সেই রাস্তায় পিচ উঠে গর্ত সৃষ্টি হওয়ায় স্বভাবতই যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন এলাকার সাধারণ মানুষ।পুজোর আগে রাস্তা ঠিক হবে বলে পুরসভা আশ্বাস দিলেও , এখনো সংস্কার হয়নি রাস্তা বলেই অভিযোগ স্থানীয়দের।এ বিষয়ে পুরো এলাকার বাসিন্দা বিমল চন্দ্র মহন্ত জানান, ‘একটু বৃষ্টিতেই রাস্তায় জল জমে যাচ্ছে। রাস্তাদিয়ে চলাফেরা করতে আমাদের বেশ সমস্যায় পরতে হচ্ছে। পাশাপাশি, টোটো- অটো গুলি রাস্তা দিয়ে চলার সময় উল্টে যাবার উপক্রম। আমরা এই রাস্তা দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।’এবিষয়ে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, ‘আমরা আগে জলের লাইনের কাজগুলো সম্পন্ন করতে চেষ্টা করছি। তবে আশা করছি পুজোর আগেই শহরের রাস্তার কাজ সম্পন্ন হয়ে যাবে। তবে বৃষ্টির কারণে কিছুটা সময় লাগছে।’অন্যদিকে, এ বিষয়ে বিজেপির বালুরঘাট শহর মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত বালুরঘাটের বিভিন্ন ওয়ার্ডের বেহাল রাস্তা সংস্কারের বিষয়ে পুরসভার কাজ নিয়ে কটাক্ষ করেছেন। তিনি বলেন, ‘শুধুমাত্র ১৭ নং ওয়ার্ড নয়। বালুরঘাট পৌরসভার অন্তর্গত ২৫টি ওয়ার্ডেরই একই রকম বেহাল অবস্থা রাস্তা গুলির। যেখানে পিচের রাস্তায় কাজ শুরু হয়েছে, সেখানেও কাজ সম্পন্ন হওয়ার ৭ দিনের মধ্যেই পিচ উঠে যাচ্ছে। আমরা পুরো রাস্তার কাজের তদন্ত দাবি করছি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct