আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: বীরভূম জেলার শান্তিনিকেতন থানার অন্তর্গত সর্পলেহনা গ্রাম পঞ্চায়েতের অধীন। সর্বানন্দপুর মৌজায় যার জে.এল নাম্বার- ৩১, দাগ নম্বর- ১ হাজার ৫১ পরিমাপ- ৫ বিঘা ১৫ শতক, সরকারি খাসযোগ্য জমি দখল করে ঘিরে রেখে, বাগান ও বাড়ি বানিয়েছেন, জৈনক কলকাতার বাসিন্দা, প্রাক্তন পুলিশ অফিসার তরুণ মিত্র। স্থানীয় সর্পলেহনা পঞ্চায়েত ও এলাকা বাসীর অভিযোগ, এলাকার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা হয়নি!! তাই স্থানীয় পঞ্চায়েত ও স্থানীয় গ্রামবাসীদের নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হতে দেখা গেল, এলাকার মানুষজনেদের। এলাকার পঞ্চায়েতের প্রধান- দিনোনাথ ভট্টাচার্য বলেন, এই সরকারি খাসযোগ্য জমিটি দখলমুক্ত হলে, পশ্চিমবঙ্গ সরকারের, সজলধারা জল প্রকল্প বাস্তবায়িত করা হবে। এই প্রকল্প বাস্তবায়িত রূপ আকার নিলে, এলাকা বাসীরা দীর্ঘদিনের জলসঙ্কট উন্মোচনের সুরাহা পাবেন। এবং সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যাবে, সরকারি খাসযোগ্য জমি। স্থানীয় পঞ্চায়েত ও এলাকাবাসীর আরো অভিযোগ অবিলম্বে সরকারি খাস জমি দখল মুক্ত না হলে পরবর্তী দিনে, বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct