আনোয়ার হোসেন, তমলুক, আপনজন: সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত হোড়খালী অঞ্চলের বেগুনা বেড়িয়া গ্রাম সংলগ্ন বয়ে যাওয়া হুগলি নদীতে থার্মকলের ভেলা নিয়ে মাছ ধরতে যায় দুই ভাই সাগর মন্ডল সোমনাথ মণ্ডল বৃহস্পতিবার রাতে নিত্যদিনের মত জীবিকা নির্বাহের জন্য বৃহস্পতিবার রাত্রিতে ১০টা নাগাদ হটাৎ নদীতে বাজ পড়ে গুরুতর জখম হয় এক ভাই,অপর ভাই নদীতে নিখোঁজ হয়ে যায় নিখোঁজ যুবকের নাম সাগর মন্ডল যার বয়স ২৮ বছর,আহত যুবকের নাম সোমনাথ মন্ডল বয়স ২৬ বছর,হলদিয়া শিল্পাঞ্চলের মধ্যেই বেগুনা বেড়িয়া গ্রামে বসবাস করে কাজ না পেয়ে পেটের দায় মাছ ধরাকে জীবিকা হিসাবেই বেছে নেয় তবে এমন ঘটনা ঘটবে তারা ভাবতে পারেনি দুই ভাই,সোমনাথ মণ্ডল কে উদ্ধার কারী মৎস্যজীবী খানপুরের হারু পাত্র পুরো ঘটনাটি বর্ননা করে বলেন হাল্কা ঝড়বৃষ্টির হচ্ছিল,ঠিক রাত্রি দশঘটিকায় বাজপড়ে নদীতে সেটা যে সোমনাথ সাগরে ভেলায় পড়েছে আমরা প্রথমে বুঝতেই পারিনি বজ্রপাত হওয়ার পর বেশ কিছু ক্ষণ সময় এই ভাবে কেটে যায় তখনও কেউ বুঝতে পারেনি সাগর সোমনাথের ভেলায় বাজ পড়েছে,হঠাৎ আমরা শুনতে পায় কেউ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে তখন আমরা গিয়ে দেখি
সোমনাথ মন্ডল আশঙ্কাজনক অবস্থায় ভেলায় পড়ে রয়েছে প্রথমেই সোমনাথ কে উদ্ধার করে পাড়ে নিয়ে আসি,পুনরায় ভেলায় গিয়ে দেখি সাগর ভেলার মধ্যেই নেই তখনি আমরা স্থানীয় মৎস্যজীবী দের নৌকনিয়ে দেহ উদ্ধারের জন্য খোঁজ করি,গভীর রাত হওয়ায় দেহ উদ্ধার করা সম্ভব হয়নি,বর্তমানে সোমনাথ মণ্ডল হলদিয়া মহকুমা হাসপাতালে আই সিইউ তে ভর্তি শুক্রবার থেকে সুতাহাটা ব্লক প্রশাসন রেসকিউ টিম নিয়ে তল্লাশি অভিযান চালায়,অপর দিকে হলদিয়া এসডিও অফিস থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের কয়েক টি টিম লাগাতার দুই দিন ধরে তল্লাশি করে,হোড়খালী অঞ্চলের প্রধান এই ঘটনার পর তৎপরতা দেখায় ও বিপর্যয় বাহিনী কে পূর্ণ সহযোগিতার ফলে শনিবার দুপুর ১২ টায় দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে গ্রাম বাসিরা জানায়,ঘটনাস্থলেই আসে সুতাহাটার বিডিও আসিফ আনসারি বলেন ঘনাটি দুঃখজনক,সুতাহাটা থানা দেহটি নিয়ে যায় ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে, সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মিশ্র বলেন, দেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবেমৃত সাগর মন্ডলের পরিবারের প্রতি সমবেদনা জানাই ও পাশে থাকার আশ্বাস দিচ্ছি।হোড়খালী অঞ্চলের প্রধান আঞ্জুমা বিবি বেগুনা বেড়িয়া গ্রাম পঞ্চায়েত সদস্যা রুমাদাস মন্ডল বলেন মৃত সাগরের পরিবারে দেড় বছরের কন্যা সন্তান ও বৃদ্ধ বাবা মা স্ত্রী রয়েছে প্রশাসন কে আর্থিক সাহায্যের জন্য আবেদন করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct