আপনজন ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন শুভমন গিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ছন্দে থাকা এই ওপেনারকে পাবে না ভারত। টাইমস অব ইন্ডিয়ার খবর, গিলের অনুপস্থিতিতে অজিদের বিপক্ষে রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন ইশান কিষান। বৃহস্পতিবার ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। কাল আসরের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটি খেলবে ভারত। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন শুভমন গিল। এই ডানহাতি ওপেনারের শারীরিক অবস্থা নিয়ে নিশ্চিতভাবে কিছু জানাননি ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। বিসিসিআই সূত্রের খবর, গিলের অনুপস্থিতিতে ইশান কিষানকে ব্যাট-প্যাড নিয়ে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে। যদিও ম্যাচের দিন পর্যন্ত শুভমন গিলকে পাওয়ার প্রত্যাশা করছেন কোচ রাহুল দ্রাবিড়। তিনি বলেন, ‘আমাদের প্রথম ম্যাচ শুরু হতে এখনো অনেক সময় বাকি। সে (গিল) ভালো অনুভব করছে। মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছে ও।’ ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, জ্বর অনুভব করায় শুভমন গিলের ডেঙ্গু টেস্ট করানো হয়। সেই পরীক্ষায় পজেটিভ আসেন তিনি। অসুস্থতার কারণে বুধবার এবং বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন করেননি গিল। শুভমন গিলের অনুপস্থিতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতকে ভোগাতে পারে। ওয়ানডে ফরম্যাটে চলতি বছরে দুর্দান্ত ফর্মে রয়েছেন এই ওপেনার। এখন পর্যন্ত ৫০ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ রান এই ভারতীয় ব্যাটারের। ২০ ইনিংসে ৭২.৩৫ গড় ও ১০৫.০৩ স্ট্রাইকরেটে ১ হাজার ২৩০ রান করেন গিল। এ বছর ওয়ানডে ক্রিকেটে ৬টি সেঞ্চুরি হাঁকান তিনি। এক বছরে পাঁচের অধিক শতরান হাঁকানো একমাত্র ব্যাটার তিনি। এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরে ১২১ রান করেছিলেন গিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct