আপনজন ডেস্ক: সাল ২০১১, ঘরের মাঠে আয়োজিত আইসিসি ওয়ানডে ওয়ার্ল্ডকাপে দ্বিতীয় এবং সবশেষ শিরোপা জেতে ভারত। ১২ বছর পর বিশ্বকাপের ১৩তম আসর বসেছে দেশটিতে। এবারও কি বিশ্বকাপ রাঙাতে পারবে ভারতীয়রা? জিততে পারবে তৃতীয় শিরোপা? সময়ই বলে দেবে, তার আগে রোহিত শর্মাদের শুভ কামনা জানালেন জার্মান ফুটবলার টমাস মুলার। সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে (টুইটারের নতুন নাম) ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বায়ার্ন মিউনিখের ২০২৩-২৪ মৌসুমের অ্যাওয়ে জার্সি পরে ভারতকে শুভেচ্ছা বার্তা জানান টমাস মুলার। ভিডিওতে জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপ জেতা এই ফুটবলার বলেন, ‘রোহিত, তোমাকে এবং তোমার দলকে ওয়ানডে বিশ্বকাপের জন্য শুভ কামনা। তৃতীয় বিশ্বকাপের স্বপ্নপূরণে এগিয়ে যাও।’জার্মানিতে ক্রিকেট খুব জনপ্রিয় নয়। চারবারের ফিফা ওয়ার্ল্ডকাপ জয়ীদের দেশে অনুমিতভাবেই সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। সেই দেশের একজন ফুটবলার এশিয়ার দল ভারতকে শুভ কামনা জানানোর কারণ কী হতে পারে? ক্রিকেট-ফুটবলের এই মেলবন্ধন হতে পারে বিশ্ব বিখ্যাত ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের কারণে। গত মে মাসে ভারত জাতীয় দলের স্পন্সর হয় জার্মানির প্রতিষ্ঠানটি। একইভাবে বায়ার্ন মিউনিখের স্পন্সরও অ্যাডিডাস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct