আপনজন ডেস্ক: চোটের কারণে অনেকদিন ধরে দলের বাইরে লিওনেল মেসি। মেজর লীগ সকারের (এমএলএস) এবারের মৌসুমও শেষের পথে। এমন সময়ে গুঞ্জন উঠেছে লীগের চলতি মৌসুম শেষ হলে বার্সেলোনায় লোনে ফিরতে পারেন সাবেক এই বার্সা ফরোয়ার্ড। ২০২১ সালের আগস্টে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ৭ বার ব্যালন ডি’অর জয়ী ফুটবলার লিওনেল মেসি। দুই বছর ফ্রান্সে কাটিয়ে মেসির ঠিকানা এখন আরেক কিংবদন্তি ডেভিড বেকহ্যামের মার্কিন ক্লাব ইন্টার মায়ামিতে। শুরুটা ভালো হলেও অপ্রত্যাশিত চোটের কারণে প্রায় তিন সপ্তাহ ধরে দলের বাইরে মেসি। খেলতে পারেননি মায়ামির শেষ চার ম্যাচ। এই মৌসুমে তাকে আর গোলাপি জার্সি গায়ে দেখা যাবে কিনা, এমন প্রশ্নেরও কোনও নিশ্চিত জবাব মিলছেনা।মেসির বার্সেলোনা ছেড়ে আসা খুব একটা সুখকর ছিলোনা। সুযোগ হয়নি ভক্তদের থেকে বিদায় নেয়ার। ইন্টার মায়ামির আরেক মালিক জর্জ ম্যাস সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন তিনি মেসিকে প্রতিজ্ঞা করেছেন যে বার্সাকে বিদায় বলার একটা সুযোগ সে তাকে করে দিতে চায়। সেজন্যে তিনি সম্ভাব্য সবকিছু করতে রাজি।আর এতেই মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা জেগেছে। যদিও স্প্যানিশ গণমাধ্যম স্পোর্তের মতে, দুইপক্ষের মধ্যে এখনো এই ‘লোন ডিল’ টেবিলে গড়ায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct