আপনজন ডেস্ক: এক্স (টুইটার) সিইও লিন্ডা ইয়াক্কারিনোর এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ইলন মাস্ক দায়িত্ব নেয়ার পর থেকেই দৈনিক অ্যাক্টিভ ইউজার সংখ্যায় ঘাটতি দেখা দিয়েছে এক্স হ্যান্ডলে। একধাক্কায় ২৫৪.৫ মিলিয়ন থেকে তা কমে দাঁড়িয়েছে ২২৫ মিলিয়নে। অর্থাৎ সব মিলিয়ে ১১.৬ শতাংশ হ্রাস পেয়েছে ইউজার সংখ্যা। তবে এই সংখ্যা গত বছরের তুলনায় কম। ২০২২ সালে ইউজার সংখ্যা কমেছিল ১৫ মিলিয়ন। এবারে সেই পরিমাণ শতাংশের হিসেবে ৩.৭ শতাংশ কম। কিন্তু এমন পরিস্থিতিতেও আশার আলো দেখছেন সংস্থার সিইও। এক্সের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনদাতাদের মধ্যে ৯০ শতাংশই গত ১২ সপ্তাহে ফিরে এসেছে। ২০২৪ সালের মধ্যে বিপুল লাভের স্বপ্ন যে তারা দেখছেন তা জানিয়েছেন লিন্ডা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct