আপনজন ডেস্ক: ইন্টারনেটের গতি কম পেলেই মনে হয় কে যেন আমার ওয়াইফাই সংযোগ ব্যবহার করছেন। সব ক্ষেত্রে সত্য না হলেও, সে আশঙ্কা অবশ্য একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তাই কোন কোন ডিভাইস কানেক্ট রয়েছে, প্রথমে তা মাঝে মধ্যেই চেক করা প্রয়োজন।মনে হতে পারে এটা বেশ ঝামেলার কাজ। কিন্তু একাবারেই তা নয়। আপনি সহজেই ওয়াইফাই রাউটার বা ফোনের ওয়াইফাই এর সঙ্গে কানেক্ট করা অন্য ডিভাইসকে সরিয়ে ফেলতে পারেন।এর জন্য আপনাকে প্রথমে আপনার ওয়াইফাই রাউটারে লগইন করতে হবে, আপনি যে কোম্পানির রাউটারই ব্যবহার করেন, তাতে এটি সহজেই চেক করতে পারবেন। রাউটারে লগইন করতে, ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড প্রয়োজন। এছাড়া হোমপেজে ডিফল্ট আইপি ঠিকানা পাওয়া যায়।ওয়াইফাই কানেক্ট করা ডিভাইসগুলো খুঁজে বের করতে, ক্রোম ব্রাউজারে আপনার রাউটারের আইপি ঠিকানাটি খুলুন এবং লগইন করুন। এরপরে আপনি দেখে নিতে পারবেন যে, আপনার ওয়াইফাইয়ের সঙ্গে কতগুলো ডিভাইস কানেক্ট হয়ে আছে। এবার আপনি যে যে ডিভাইসগুলোকে ডিসকানেক্ট করতে চান, সেগুলোকে সেখান থেকে সরিয়ে দিতে পারেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct