আপনজন ডেস্ক: মৃত্যুর ঠিক আগের এবং পরের মুহূর্তে মস্তিষ্কের ভেতরে আসলে কী ঘটে? এই প্রশ্নটা আপনার মনে জাগতেই পারে। আবার কেউ কেউ বলেন, মৃত্যুকালীন সময়ে কেমন অনুভূতি হয়? এখনো পর্যন্ত এর সঠিক ও পূর্ণাঙ্গ জবাব কেউই দিতে পারেননি। কারণ মুমূর্ষু ব্যক্তিরা সাধারণত তাদের মৃত্যুকালীন অভিজ্ঞতার প্রকৃতি পুরোপুরি স্মরণ করতে পারেন না। মৃত্যুর ঠিক আগের মুহূর্ত নিয়ে ধর্মে অনেক ব্যাখ্যা থাকলেও বিজ্ঞানীদের রয়েছে নিজস্ব বিশ্লেষণ। তারা মস্তিষ্কের জীবন থেকে মৃত্যু এই প্রক্রিয়াটি আরও ভালোভাবে বোঝার জন্য কিছু পদক্ষেপ নিয়েছেন। সম্প্রতি মৃত্যুর পথযাত্রী এক ব্যক্তির মস্তিষ্ক পর্যবেক্ষণের মাধ্যমে এটি সম্ভবপর হয়েছে। ওই ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা বিনিময় করতে পেরেছেন। ১৪ সেপ্টেম্বর রিসাসিটেশন জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কয়েকজন কার্ডিয়াক অ্যারেস্ট আক্রান্ত ব্যক্তির হৃদ্যন্ত্রের স্পন্দন এক ঘণ্টা বন্ধ থাকার পরেও তাদের মস্তিষ্কে অদ্ভুত রকমের হাজারো কার্যকলাপ দেখা গেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, মস্তিষ্ক পুরোপুরি মারা যেতে কয়েক ঘণ্টা সময় নেয়। মস্তিষ্ক মরে যাওয়ার সময় চোখের সামনে অতীত জীবনের ঝলক সামনে আসতে পারে। এদের কেউ কেউ বেঁচে ফিরে তাদের অনুভূতি বিনিময় করেন। তাদের একজন একটি উদ্দীপনামূলক অডিও শনাক্ত করতে পেরেছিলেন যা ডাক্তাররা তাদের পুনরুজ্জীবিত করার চেষ্টার সময় বাজিয়েছিলেন। লাইভ সায়েন্সের প্রবন্ধ। তারা বলেন, মৃত্যু পথযাত্রীরা এক ধরনের আনন্দময় অনুভূতির মধ্যে দিয়ে যান। ৫৬৭ জন রোগীর ওপর চালানো পরীক্ষায় বেঁচে ফেরেন মাত্র ৫৩ জন। নিউইয়র্ক ল্যাগন হেলথের মেডিসিনের অধ্যাপক স্যাম পারনিয়া বলেন, এদের ৪০ শতাংশ তাদের চারপাশে যেসব ঘটছে তা অনুধাবন করতে পারেন তবে তা স্মৃতিতে রাখতে পারেন না। ২০ শতাংশ তাদের মৃত্যুকালীন অনুভূতি কিছু পরিমাণে স্মরণ করতে পারেন। অন্যরা মনে করেন, ওই সময় মস্তিষ্কে তাদের সারাজীবনের কর্মকাণ্ডের এক ধরনের মূল্যায়ন ঘটে। তাদের অতীত চোখের সামনে ভেসে ওঠে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct