আপনজন ডেস্ক: কানাডার লন্ডন শহরের মুসলিমদের সহায়তায় দুই লাখ ৬০ হাজার মার্কিন ডলার তহবিলের ঘোষণা দেওয়া হয়েছে। কানাডার ফেডারেল সরকার ও রেস রিলেশনস ফাউন্ডেশন (সিআরআরএফ) যৌথভাবে এই সহায়তা দেবে। গত শুক্রবার (২৯ অক্টোবর) কানাডার ডাইভারসিটি, ইনক্লুশন ও পার্সনস উইথ ডিজঅ্যাবিলিটিজ মন্ত্রী কমল খেরা এ কথা জানান। ‘আওয়ার লন্ডন ফ্যামিলি’কে সহায়তার অংশ হিসেবে ফেডারেল সরকার লন্ডনের মুসলিম রিসোর্স সেন্টার ফর সোশ্যাল সাপোর্ট অ্যান্ড ইন্টিগ্রেশনকে (এমআরসিএসএস) দুই লাখ মার্কিন ডলার তহবিল দেবে। তহবিলের বাকি ৬০ হাজার মার্কিন ডলার রেস রিলেশনস ফাউন্ডেশনের (সিআরআরএফ) পক্ষ থেকে দেওয়া হবে।
তহবিলের ঘোষণাটি এমন সময় দেওয়া হয়, যখন কানাডিয়ান চরমপন্থী নাথানিয়েল ভেল্টম্যানের বিচার চলছে। নাথানিয়েল ২০২১ সালের জুনে একটি মুসলিম পরিবারের চার সদস্যকে ট্রাকচাপায় হত্যা করেছিলেন। এতে তালাত আফজাল (৭৪), তার ছেলে সালমান আফজাল (৪৬), স্ত্রী মাদিহা সালমান (৪৪) ও মেয়ে ইউমনাহ আফজাল (১৫) সবাই নিহত হন। তখন শুধুমাত্র ১১ বছর বয়সী একটি ছেলে রক্ষা পেয়েছিল।
কমল খেরা বলেন, ‘এ ধরনের দুঃখজনক ঘটনায় আমরা প্রায়ই সমবেদনা, পারস্পরিক সমর্থন ও ভালোবাসার শক্তি অনুভব করি। আফজাল পরিবারের হত্যাকাণ্ডের পর থেকে মুসলিম কমিউনিটি অনেক কঠিন সপ্তাহ, মাস ও বছর অতিবাহিত করেছে। ভেল্টম্যানের বিচার হয়তো আবার ক্ষত খুলতে পারে কিংবা ভয় ও উদ্বেগের অনুভূতি বাড়িয়ে তুলতে পারে।’
সিআরআরএফের নির্বাহী পরিচালক মোহাম্মদ হাশিম বলেন, ‘প্রথমবারের মতো কোনো গণহত্যার ঘটনার পর সরকারের একটি অংশ এ ধরনের সহায়তা দিয়েছে। এখন নিশ্চিত করতে চাই, আমরা মানুষকে সহায়তা করছি। এতে কতজন লোক উপকৃত হয়েছে তা বুঝতে একটি পরিমাপ কাঠামো তৈরি করেছি। তা ছাড়া কতজন মানুষের সমর্থন পাচ্ছেন, কী ধরনের জনসংখ্যা, ছোট বাচ্চারা সমর্থন পাচ্ছে? তাদের কী ধরনের সমর্থন প্রয়োজন?
এসব প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা সহায়তার ক্ষেত্রে কোথায় কমতি হচ্ছে তা খুঁজে বের করব।’ মুসলিম রিসোর্স সেন্টারের নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ বাওবায়েদ বলেন, ‘এই অর্থ সব ধরনের ভালো কাজে ব্যয় হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct