আপনজন ডেস্ক: ভারতের একটি কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সিকে ই–মেইলে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আহমেদাবাদে তাঁর নামে বানানো স্টেডিয়ামও উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। কারাবন্দী গ্যাংস্টার লরেন্স বিঞ্চোইয়ের মুক্তি চাওয়ার পাশাপাশি ৫০০ কোটি রুপিও ওই ই–মেইলে দাবি করেছেন হুমকিদাতারা। নিরাপত্তা কর্মকর্তারা ভারতীয় সংবাদমাধ্যমকে খবরটি জানিয়েছেন।
সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, জাতীয় তদন্ত এজেন্সি (এনআইএ) ই–মেইলে এই হুমকি পাওয়ার পর তৎক্ষণাৎ মুম্বাই পুলিশকে বিষয়টি জানিয়ে সতর্ক করে দেয়। গুজরাট পুলিশের পাশাপাশি আরও কিছু নিরাপত্তা সংস্থাকে বিষয়টি জানিয়ে সতর্ক করে দেয় এনআইএ। মুম্বাই পুলিশ এরই মধ্যেই শহরে নিরাপত্তা বাড়িয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সূত্র মারফত সংবাদমাধ্যমটি জানিয়েছে, মেইলের উৎস খুঁজে বের করার চেষ্টা করছে মুম্বাই পুলিশ। গত বৃহস্পতিবার সকালে মুম্বাই পুলিশকে এ হুমকির বিষয়টি জানায় এনআইএ।
ই–মেইলে হুমকি দিয়ে যা যা বলা হয়েছে, সেসব প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস, ‘৫০০ কোটি টাকা ও লরেন্স বিঞ্চোইকে সরকার আমাদের হাতে তুলে না দিলে নরেন্দ্র মোদি ও নরেন্দ্র মোদি স্টেডিয়াম আমরা উড়িয়ে দেব। ভারতে সবকিছুই বিক্রি হয়। তোমরা নিজেদের যতই সুরক্ষিত মনে করো, আমাদের হাত থেকে নিস্তার পাবে না। কথা বলার ইচ্ছা থাকলে ই–মেইল করো।’
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। গত পরশু এ স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয় বিশ্বকাপ ক্রিকেট। ফাইনালসহ এ স্টেডিয়ামে মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
২০১৪ সাল থেকে কারাগারে বন্দী লরেন্স বিঞ্চোই। অভিযোগ রয়েছে, কারাগারে থেকেই তিনি নিজের সন্ত্রাসী দল পরিচালনা করেছেন। তাঁর বিরুদ্ধে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যার অভিযোগ রয়েছে। গত বছর মুসেওয়ালার ওপর আক্রমণের দায়দায়িত্ব স্বীকার করেন লরেন্স বিঞ্চোই। এর আগে বলিউডের অভিনেতা সালমান খানকে কারাগার থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন বিঞ্চোই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct