আপনজন ডেস্ক: জমিয়তে উলেমায়ে হিন্দ শনিবার মুসলিমদের পারিবারিক বিষয়ে সালিশির জন্য তাদের মনোনীত মাহকামা শরিয়াহর দ্বারস্থ হওয়ার আহ্বান জানিয়েছে। জমিয়ত বলেছে, মুসলিম সম্প্রদায়ের পারিবারিক ইস্যুতে “সরকারকে হস্তক্ষেপ করার কোনও সুযোগ দেওয়া উচিত নয়”।
শনিবার দিল্লিতে ইমারত শরিয়াহ সম্মেলনে সভাপতির ভাষণ দেওয়ার সময় জমিয়তে হিন্দের সভাপতি প্রধান মাওলানা আরশাদ মাদানী সমাজ সংস্কারের গুরুত্বের উপর জোর দেন এবং তিনি বলেন, আজকের পরিস্থিতিতে এটিকে অগ্রাধিকার হিসাবে কাজ করা উচিত। তিনি বলেন, যেসব এলাকায় এখনো মাহকামা শরীয়াহ প্রতিষ্ঠিত হয়নি, সেসব এলাকায় ইমারত শরিয়াহর সংবিধানের আলোকে মাহকামা শরিয়াহ প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন,‘মাহকামা শরিয়াহ’ এবং ‘দারুল কাজা’ জমিয়তের অধীনে থাকা এমন একটি ইউনিট যা বিবাহবিচ্ছেদের মতো পারিবারিক ইস্যুতে সালিশি কেন্দ্র হিসাবে কাজ করে। তিনি বলেন, যেসব এলাকায় ‘মাহকামা শরিয়াহ’ প্রতিষ্ঠিত হয়নি, সেসব এলাকায় তা প্রতিষ্ঠা করতে হবে। ‘দারুল কাজা’ ও ‘ইমারত’-এর ইতিহাস সম্পর্কে মাদানী বলেন, পূর্ববর্তী মুসলিম শাসকদের আমলে দারুল কাজা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু ব্রিটিশরা আসার পর তারা এর অবসান ঘটিয়ে তাদের ব্যবস্থা প্রতিষ্ঠা করে। ‘ইমারত’ ব্যবস্থাপনায় শতাধিক ‘মাহকামাহ শরিয়াহ’ সক্রিয়ভাবে কাজ করছে, যা থেকে জনগণ উপকৃত হচ্ছে। শরিয়াহ নীতিকে ইসলামের শক্তিশালী ভিত্তি হিসেবে বর্ণনা করে বলেন, আমরা যদি এই নীতিগুলোকে আমাদের ব্যবহারিক জীবনের অংশ না করি, তাহলে একটি আদর্শ ও সুস্থ সমাজ প্রতিষ্ঠিত হতে পারে না।
তিনি বলেন, ‘ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান এবং শরিয়া আইন একটি নীতিগত ও দৃষ্টান্তমূলক জীবনধারা শেখায়।
মাদানি বলেন, আমাদের পতন ও পশ্চাদপদতার মূল কারণ হলো আমরা ইসলামী শিক্ষা ও শরীয়াহ নির্দেশনা থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছি। তিনি বলেন, ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের কারণে হতাশ ও নিকৃষ্ট বোধ করার কোন প্রয়োজন নেই, এটি প্রতিটি যুগে ঘটেছে, কিন্তু ইসলামের সত্য সর্বদা বিজয়ী হয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম দেওবন্দের উপাচার্য মুফতি আবুল কাসেম নোমানী ও মাওলানা মাহমুদ মাদানী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct