আপনজন ডেস্ক: প্রথমবার এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিয়েই সোনা জিতেছে ভারত। ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন দলকে অবশ্য ফাইনালে জিততে হয়নি। আজ আফগানিস্তান-ভারতের সোনার পদকের লড়াই বৃষ্টির কারণে ফলের আগেই থেমে যায়। গেমসের নিয়ম অনুযায়ী বাছাইয়ে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয় ভারত। রানার্সআপ হয়ে রুপা জিতেছে আফগানরা। দিনের শুরুতে তৃতীয় স্থানের লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ।
হাংজুর জিযিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট মাঠে টস হয়েছে সময় মতোই। টসে হেরে ব্যাটিংয়ে নামার পর বৃষ্টিতে খেলা বন্ধের আগপর্যন্ত ১৮.২ ওভার ব্যাট করে আফগানিস্তান।
চারে নামা শহিদুল্লাহর ৪৩ বলে অপরাজিত ৪৯ আর অধিনায়ক গুলবাদিন নাইবের ২৪ বলে অপরাজিত ২৭ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১১২ রান তোলে আফগানিস্তান। ভারতের পক্ষে একটি করে উইকেট নেন আর্শদীপ সিং, শিভাম দুবে, শাহবাজ আহমেদ ও রবি বিঞ্চয়।
প্রবল বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যাওয়ার পর আর শুরু করা যায়নি। নির্ধারিত সময় শেষ হলে নিয়মানুযায়ী চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় ভারতকে।
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান এখন এক নম্বরে, আফগানিস্তান দশে। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে ভারত এশিয়ান গেমস শুরু করে কোয়ার্টার ফাইনাল থেকে।
শেষ আটে নেপালকে হারানোর পর সেমিফাইনালে বাংলাদেশকে হারায় ভারত। শেষ পর্যন্ত আফগানিস্তানকে হারানোর সুযোগ না পেলেও র্যাঙ্কিং তাদের সোনা এনে দিয়েছে। এশিয়ান গেমস ক্রিকেটে প্রথমবার অংশ নিয়েই সোনা জিতল ভারত।
এবারের গেমসের দেশটির যা ২৭তম সোনা। এর আগে ভারতের মেয়েরাও প্রথমবার এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিয়ে সোনা জিতেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct