আপনজন ডেস্ক: প্রথমে কুশাল মেন্ডিস, এরপর চারিত আসালঙ্কা হয়ে দাসুন শানাকা—বেশ ঝোড়ো গতিতেই ব্যাট চালিয়ে গেছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। কিন্তু যে পথ সোয়া চার শ মাইল দূরের, সে পথে ঘণ্টায় দেড় শ মাইল গতিতে ছুটতে যে লম্বা দমও লাগে!
দক্ষিণ আফ্রিকার বানিয়ে দেওয়া ৪২৮ রানের পথ পাড়ি দিতে সেই দমটাই ছিল না শ্রীলঙ্কার। রান তোলার গতি ভালো থাকলেও কিছুক্ষণ পরপর উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৩২৬ রানে থেমেছে শানাকাদের পথচলা।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১০২ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। যে জয়ে মিশে আছে দ্রুততম সেঞ্চুরি, সর্বোচ্চ দলগত সংগ্রহ আর এক ইনিংসে তিন সেঞ্চুরির বিশ্বকাপ রেকর্ড।
রান তাড়ায় নামা শ্রীলঙ্কার পথটা যে বেশ কঠিন, সেটা বোঝা গিয়েছিল দক্ষিণ আফ্রিকা ইনিংসের পরপরই। বিশ্বকাপে ৩২৭ রানের বেশি তাড়া করার রেকর্ড কারও নেই, শ্রীলঙ্কার সফল তাড়া আরও কম—৩১২। এই যখন পেছনের দৃষ্টান্ত, শানাকাদের সামনে তখন ৪২৯ রানের লক্ষ্য। দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশাল পেরেরা মোটে ৭ রান করে ফিরে যাওয়ার পর যে লক্ষ্য হয়ে দাঁড়ায় এভারেস্টসম। তারপরও চেষ্টা করে গেছেন মেন্ডিস, আসালঙ্কারা।
প্রথমে লুঙ্গি এনগিডি আর মার্কো ইয়ানসেনদের ওপর ঝড় বইয়ে দিয়ে ২৫ বলেই পঞ্চাশ তুলে ফেলেন মেন্ডিস। শ্রীলঙ্কাও পেয়ে যায় ১০ ওভারে ২ উইকেটে ৯৪ রানের ভালো সংগ্রহ। কিন্তু মেন্ডিস ৮ ছয় ৪ চারে ৪২ বলে ৭৬ রান করে আউট হতেই পথ হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। যে পথে আসালঙ্কা ৬৫ বলে ৭৯ আর অধিনায়ক শানাকা ৬২ বলে ৬৮ রান তুললেও জয়ের মাইলফলকে আর পৌঁছাতে পারেনি তারা।
ম্যাচটা শ্রীলঙ্কার নাগাল থেকে বের করে নিয়েছিলেন আসলে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরাই। টস হেরে ব্যাট করতে নামা প্রোটিয়ারা দ্বিতীয় ওভারেই হারায় অধিনায়ক টেম্বা বাভুমার উইকেট। ধাক্কা ওই পর্যন্তই। রেসি ফন ডার ডুসেনকে নিয়ে কুইন্টন ডি ককের দ্বিতীয় উইকেট জুটির শুরুটা ছিল সতর্কতার সঙ্গে।
তবে একবার থিতু হতেই হাত খুলতে শুরু করেন দুজনে। প্রথম দশ ওভারে ৪৮ রান তোলা দক্ষিণ আফ্রিকা ২০ ওভার শেষে পৌঁছে যায় ১১৮ রানে, ত্রিশ ওভার শেষে ২০৬-এ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct