আপনজন ডেস্ক: শনিবার কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি মধ্যপ্রদেশের প্রায় ১৪ টি বিধানসভা আসনের জন্য প্রার্থীদের নাম নিয়ে আলোচনা করেছে। সেই সঙ্গে সিদ্ধান্ত নিয়েছে যে দলের প্রধান নির্বাচনী ইস্যু হবে রাজ্যে জাতিগত সমীক্ষা পরিচালনা করা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধি, এআইসিসির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল ও রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা, রাজ্য সভাপতি কমল নাথ এবং কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের পর কমলনাথ সাংবাদিকদের বলে, ‘কেন্দ্রীয় নির্বাচন কমিটির (সিইসি) বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। আমরা প্রায় ১৪ টি আসনের জন্য প্রার্থীদের নাম নিয়ে আলোচনা করেছি। আগামী ৬-৭ দিনের মধ্যে নাম চূড়ান্ত করা হবে।
সুরজেওয়ালা বলেন, বৈঠকে জাতিগত সমীক্ষার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মধ্যপ্রদেশে জাতিগত আদমশুমারি করাই হবে আমাদের মূল এজেন্ডা। উল্লেখ্য, এ বছর নভেম্বর-ডিসেম্বরে মধ্যপ্রদেশের ২৩০ সদস্যের বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct