নাজিম আক্তার, রতুয়া, আপনজন: বন্ধুদের সঙ্গে সিকিমে ঘুরতে গিয়ে নিখোঁজ মালদহের রতুয়া থানার বৈকুন্ডপুর গ্রামের বাসিন্দা তথা ইনফোসিস কোম্পানিতে কর্মরত তথ্য প্রযুক্তি কর্মী সুশান্ত সাহা(৩০)।ছেলের চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। পরিবার সূত্রে জানা গিয়েছে,সুশান্ত শনিবার বাড়ি থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়।সেখানেই ইনফোসিস কোম্পানিতে তথ্য প্রযুক্তিতে কর্মরত রয়েছে সে।সোমবার সকালে শিলিগুড়ি থেকে বাইকে করে সিকিমের গুরুদংমার হ্রদের পথে পাড়ি দিয়েছিলেন তিন বন্ধু।মঙ্গলবার বিকেলে গুরুদংমার হ্রদের সামনে দাঁড়িয়ে মায়ের মোবাইলে ছবিও পাঠান সুশান্ত।এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।মোবাইল ফোন অফ রয়েছে।এই নিয়ে চিন্তায় রয়েছে পরিবারের লোকেরা।সুশান্তর বাবা সুধীর চন্দ্র সাহা জানান,শনিবার ট্রেন ধরে শিলিগুড়ি যায় সুশান্ত।রবিবার রাত দশটা সময় ছেলের সঙ্গে ফোনে কথা হয়।ফোনে সিকিমে ঘুরতে যাওয়ার কথা জানিয়েছিল।সোমবার তিন বন্ধুর সঙ্গে বাইকে করে সিকিমের গুরুদংমার হ্রদের উদ্দেশ্যে রওনা হয়।মঙ্গলবার বিকেলের পর থেকে ছেলের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।রতুয়া থানায় বিষয়টি জানিয়েছি।প্রসঙ্গত,প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিকিম।তিস্তার ধ্বংসলীলায় নিখোঁজ বহু।একাধিক জায়গায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।আটকে পড়েছে বহু পর্যটক।তাদের মধ্যে অনেকেরই খোঁজ পাচ্ছে না পরিবারের লোকেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct