আপনজন ডেস্ক: দুর্দান্ত ফর্মে রয়েছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লীগে ৭ ম্যাচে ৫ জয় পাওয়া অলরেডরা উয়েফা ইউরোপা লীগেও দুরন্ত। বৃহস্পতিবার রাতে প্রতিযোগিতাটিতে টানা দ্বিতীয় জয় পায় লিভারপুল। অ্যানফিল্ডে বেলজিয়ান ক্লাব ইউয়িন সেইন্ট-গিলোইজকে ২-০ গোলে হারায় স্বাগতিকরা। ম্যাচের ফলে খুশি হলেও আরো উন্নতির দরকার বলে মনে করেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
ম্যাচের ৪৪তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। গোলটি করেন ডাচ মিডফিল্ডার রায়ান গ্র্যাভেনবার্চ। ৯০+২তম মিনিটে ২-০ গোলের জয় নিশ্চিত করেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোটা। ম্যাচ শেষে লিভারপুল কোচ ক্লপ বলেন, ‘পরিপক্ক পেশাদার পারফরম্যান্স দেখিয়েছি আমরা। প্রত্যাশিত ফলই পেয়েছি। তবে আমরা জানি, আমাদের ভালো করতে হবে।’
ম্যাচজুড়ে একের পর এক আক্রমণে সেইন্ট-গিলোইজের রক্ষণ ব্যস্ত রাখে লিভারপুল।
৭৪ শতাংশ বল দখলে রেখে মোট ১৯টি শট নেয় অলরেডরা। যার মধ্যে লক্ষ্যে ছিল ৯টি। বিপরীতে মাত্র ২৬ শতাংশ বল দখলে রেখে ৬টি শটের ২টি লক্ষ্যে রাখতে সমর্থ্য হয় গিলোইজ। ক্লপ বলেন, ‘ম্যাচের শুরুটা দারুণ ছিল। রেজাল্টও ঠিকঠাক... গোল দুটো, যে সুযোগগুলো আমরা তৈরি করেছি। যে জিনিসটি আমার পছন্দ হয়নি তা হলো ম্যাচের ২৫ মিনিট পর আমাদের ছন্দপতন।’
ক্লপ বলেন, ‘এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ছন্দ ধরে রাখা কঠিন। তবে এটি গুরুত্বপূর্ণ। আমাদের আরো আগে গোল পাওয়া উচিত ছিল। যদি এই প্রতিযোগিতায় সাফল্য পেতে চাই, আমাদের সুযোগগুলো আরো ভালোভাবে কাজে লাগাতে হবে। আমি রেগে নেই, শঙ্কিত নই। শুধু বলছি যেটা হওয়া উচিত। আমরা জানি আমাদের আরো ভালো করতে হবে।’
‘ই’ গ্রুপে রাতের অন্য ম্যাচে লাস্ককে ১-০ গোলে হারায় তুলুজ। ২ ম্যাচে ২ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে লিভারপুল। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে তুলুজ। তিনে থাকা ইউনিয়ন সেইন্ট-গিলোইজের পয়েন্ট ১। আর ২ ম্যাচে জয়শূন্য লাস্ক রয়েছে টেবিলের তলানিতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct