আপনজন ডেস্ক: কলকাতার নিউ টাউনে। মুক্তিপণ না পেয়ে খুন করা হল সাজিদ হোসেন নামে এক পড়ুয়াকে। ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় বলে অভিযোগ। টাকা না দেওয়ায় পড়ুয়াকে খুন করার অভিযোগ উঠেছে তার সহপাঠী-সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে। পুলিশ ২ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। ঘটনায় ৬ জন জড়িত বলে নিউটাউনের পুলিশ জানতে পেরেছে। নিউটাউন সেকেন্ড লেনের তারুলিয়াতে গৌতম নামের এক যুবকের ভাড়া বাড়ি থেকে হাত পা বাধা মুখে সেলুটেপ দেওয়া অবস্থায় একটি সুটকেশ এর মধ্যে খাটের নিচ থেকে মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নিউটাউনে।
শুক্রবার এমনি ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে আসে কালিয়াচকের ১৬ মাইল গুরুটোলা এলাকায়। জানা গেছে, মৃত পড়ুয়ার নাম সাজিদ হোসেন, বয়স ১৯ বছর। বাবার নাম মোক্তার হোসেন। পরিবারবর্গের অভিযোগ সাজিদ কলকাতার নিউটাউনের তারুলিয়া সেকেন্ড লেন এলাকার গৌতম নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থেকে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ‘নিট’এর প্রশিক্ষণ নিচ্ছিল গত সাত মাস ধরে। কিন্তু চলতি মাসের ৪ তারিখে সে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে তার বাবা বৃহস্পতিবার সকালে কলকাতার নিউটাউন থানায় মিসিং ডায়েরি করেন। জানা যায় বৃহস্পতিবার বিকেলে ছাত্রের বাবার মোবাইল ফোনে মুক্তিপণ চাওয়া হয়। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে পরিবারের কাছে ৩০ লক্ষ টাকা দাবি করে। কিন্তু এরমধ্যেই অপহরণকারীরা তাকে খুন করে। শুক্রবার ভোরে মৃত পড়ুয়া সাজিদ হোসেনের নিধর দেহ উদ্ধার করে নিউটাউন থানার পুলিশ। এই ঘটনায় বাড়ি মালিক গৌতম ও
দুই বান্ধবী-সহ আরও ৪ জনকে আটক করেছে নিউটাউন থানার পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে নিউটাউন থানার পুলিশ। মৃতের বাবা মুক্তার হোসেন বলেন, ‘আমরা অপরাধীদের চরম শাস্তি চাই। আমাদের ছেলেকে একেবারে শেষই করে দিল। কিছুতেই তা মেনে নেওয়া যায় না। আমরা অপরাধীদের ফাঁসির দাবি জানাচ্ছি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct