আপনজন ডেস্ক: আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের মোট ২৬ জন গবেষক-বিজ্ঞানী স্থান পেলেন। এই ২৬জনের তালিকায় স্থান পেয়েছেন মুর্শিদাবাদের ভূমিপুত্র তড়িৎ বিজ্ঞানী ড. তরিকুল ইসলাম। এই নিয়ে পরপর তিন বছর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান করে নিলেন তরিকুল ইসলাম। মুর্শিদাবাদের ফারাক্কা থানার প্রত্যন্ত শিবতলা গ্রামে জন্মগ্রহণ করা তরিকুল ইসলাম দু দশকেরও বেশি সময় ধরে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপনা করে চলেছেন।
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির তরফে বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীদের দুটি তালিকা প্রকাশ করা হয়েছে। একটি ক্যারিয়ার দীর্ঘ তথ্যের উপর ভিত্তি করে এবং অন্যটি ২০২২ সালে গবেষকদের পারফরম্যান্সের উপর দৃষ্টি নিবদ্ধ করে। উভয় ক্ষেত্রে জামিয়ার যে সাতজন অধ্যাপক স্থান করে নিয়েছেন।
‘ক্যারিয়ার’ তালিকায় জামিয়অ থেকে স্থান করে নিয়েছেন আলী, ইমরান আহসান, হাসিব ঘোষ, সুশান্ত জি রহমান, আতিকুর সেন, অঞ্জন এ আহমদ, শরীফ আহমদ, তোকির ইসলাম, তরিকুল ইসলাম। ‘সিঙ্গেল ইয়ার-২০২০’ তালিকায় রয়েছেন ইমরান হালিম, আবিদ জাভেদ, মোহাম্মদ ঘোষ, আতিকুর আহসান, হাসিব হাসান, ইমতিয়াজ আহমেদ, রফিক রাজা, খালিদ খান, তাবরেজ আলম আহমদ, শরীফ খান, এম আজমল তালুকদার, স্বপন আহমেদ, তকির চৌধুরী, সাইফ আলী, রশিদ আহমদ, মুশির সিদ্দিকী, আরশাদ নূর প্যাটেল, রাজন রিয়াজ, উফানা ইসলাম, তরিকুল মোহাম্মদ, তাজ হক, আহতেশামুল খানুজা। এম নাকভি, আহমদ আবু তুরাব আনাস, এস এম। বিশ্বের ৯৬ লক্ষ ১৭ হাজার ৭৬৩ জন শীর্ষ বিজ্ঞানীর সর্বজনীনভাবে উপলব্ধ ডাটাবেসের উপর ভিত্তি করে এই স্বীকৃতি দেওয়া হয়েছে, যার মধ্যে উদ্ধৃতি, এইচ-ইনডেক্স, বিভিন্ন লেখকের অবস্থানের কাগজপত্রের উদ্ধৃতি এবং একটি সমন্বিত সূচক অন্তর্ভুক্ত রয়েছে। এই সাফল্য প্রসঙ্গে জামিয়ার উপাচার্য অধ্যাপক নাজমা আখতার বলেন,এই স্বীকৃতি জেএমআই-তে বজায় থাকা ব্যতিক্রমী গবেষণার মানকে প্রতিফলিত করে। এটি আমাদের বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠত্বের বৈশ্বিক মানচিত্রে প্রতিষ্ঠিত করেছে এবং আমাদের অপরিসীম গর্বে ভরিয়ে দিয়েছে। নাজমা আখতার বলেন।
জামিয়া ছাড়াও দেশের অঅটটি আইআইএমের অধ্যাপকরাও শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীদের মধ্যে স্থান পেয়েছেন। আইআইএম রোহতক, আহমেদাবাদ, জম্মু, লখনউ, নাগপুর, বিশাখাপত্তনম: বোধগয়া ও ব্যাঙ্গালুরু।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct