নিজস্ব প্রতিবেদক, বর্ধমান: ডেঙ্গু থেকে বাঁচতে এবং এলাকাবাসীকে বাঁচাতে অভিনব পদক্ষেপ এক যুবকের। তড়িঘড়ি সমস্যা মেটানো আশ্বাস প্রশাসনের। বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লক হসপিটালে খুত্তুবা গ্রামের এক ব্যক্তি ডেঙ্গু মশা ধরে নিয়ে হসপিটালে হাজির হন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। খুতবা গ্রামের মনসুর আলী শেখ তিনি বেশ কিছু মশাকে ক্যারি ব্যাগে করে ভরে নিয়ে চলে আসেন মঙ্গলকোট ব্লক হসপিটালে। সেই সময় কর্তব্যরত চিকিৎসক ডাঃ জুলফিকার আলীকে তিনি সেই মশাগুলিকে দেখান। ডাক্তার বাবু প্রথমে ভেবেছিলেন তিনি কোন শারীরিক সমস্যার জন্য এসেছেন। কিন্তু তার ক্যারি ব্যাগ থেকে মশা বেরোতেই ডাক্তারবাবু অবাক হয়ে যান। তার কাণ্ডকারখানা দেখে শুধু ডাক্তারবাবু নয় হসপিটালের সবাই অবাক হয়ে যান।
মনসুর বাবু অবশ্য স্পষ্টই জানান যে তার এলাকায় প্রচুর জল জমে রয়েছে । আর এই ধরনের মশা রয়েছে অসংখ্য। তিনি দাবি করেন যে অবিলম্বে ড্রেনের জল পরিস্কার করতে হবে এবং ব্লিচিং পাউডার ছড়াতে হবে।
মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির মৎস দপ্তরের কর্মাধ্যক্ষ খবর পেয়েই ঘটনাস্থলে আসেন ও বিষয়টি বিডিওকে জানিয়ে অবিলম্বে সমস্যা মেটাবার আবেদন জানান।
অনেক সময় সাপে কামড়ের রোগী সাপ নিয়ে এসেছেন এ কথা শুনেছেন। কিন্তু মশাই কামড়িয়েছে তাই মশা নিয়ে হসপিটালে - এ এক অভিনব ঘটনা ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct