অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: তিন দিন আগে সদ্য তৈরি হওয়া ঢালাই রাস্তা ভেঙ্গে ধসে পড়লো পুকুরে। মুর্শিদাবাদ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের দিঘীপাড়া এলাকার ঘটনা। রাস্তা নির্মাণের দিন অভিযোগ উঠেছিলো নিম্নমানের কাঁচামাল দিয়ে ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে। ঘটনার তিন দিনের মাথায় বৃহস্পতিবার সকালে পুকুরে ধসে পড়ে সেই ঢালাই রাস্তা।
স্থানীয় সূত্রে খবর, মুর্শিদাবাদ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের দীঘিপাড়া এলাকায় ঢালাই রাস্তা তৈরির কাজ হয় গত সোমবার। নির্মাণের সময় রাস্তার তদারকি করতে দেখা গিয়েছিলো ওই ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দিতা হালদার কে। সে সময় কাউন্সিলরকে বাসিন্দারা কাঁচা মাল দিয়ে রাস্তা তৈরীর অভিযোগ করেছিলেন, কিন্তু তাতে কাউন্সিলর কর্ণপাত করেননি বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মীয়মান রাস্তাটির পাশেই একটি পুকুর ছিলো, পুকুর থেকে রাস্তাটিকে বাঁচানোর জন্য যেভাবে গার্ডোয়াল দেওয়ার কথা ছিলো সেভাবেই গার্ডওয়াল দেওয়া হয়নি। এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দিতা হালদার দাবি করেন, ‘পুকুর মালিক ওই কাজে সহযোগিতা না করায় জায়গার অভাবে ঠিকমতো পাইলিং করা যায়নি, এছাড়া প্রবল বৃষ্টিপাতের কারণে রাস্তাটি ভেঙে যায়।’
এ বিষয়ে মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পেয়ে বুধবার বিকেলে ওই রাস্তা পরিদর্শন করতে গিয়েছিলাম। আশঙ্কা করেছিলাম রাস্তাটি ভেঙ্গে পড়বে হয়তো। বৃহস্পতিবার সকালে যা হবার তাই হয়েছে। ইতিমধ্যে আমি ইঞ্জিনিয়ার ও ঠিকাদার সংস্থার সঙ্গে কথা বলেছি, ওই কাজে যার গাফিলতি প্রমাণিত হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তবে সঠিকভাবে মাটি ভরাট না করে পুকুরের পাশে কিভাবে ঢালায় রাস্তা করলো ঠিকাদার সংস্থা। এই নিয়ে প্রশ্ন তুলেছে সকলেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct