আরবাজ মোল্লা, নদিয়া: অতি ভারী বৃষ্টির জেরে বাড়ি ধসে ঘটনাস্থলে গুরুতর আহত এক ব্যক্তি, মৃত্যু হয় চারটি গৃহপালিত পশুর অতিরিক্ত বৃষ্টিপাতের জেরে বাড়ির ছাদ সহ বাড়ি ধসে মৃত্যু হল ৪টি গৃহপালিত গরুর। ঘটনায় গুরুতর জখম হয়েছেন বাড়ির ১ সদস্য। ঘটনাটি ঘটেছে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি নদিয়া জেলার একাধিক এলাকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে। মূলত তারই জেরে বৃহস্পতিবার ভরে কৃষ্ণগঞ্জ এলাকায় একটি বাড়ির ছাদ সহ ধোসে যায়। ধ্বংসপ্রায় বাড়িটির নিচে চাপা পড়ে মৃত্যু হয় ৪টি গবাদি পশুর। পাশাপাশি গুরুতর জখম হন মধুসূদন ঘোষ(৫৬) নামের বাড়ির ১ সদস্য।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় জেসিপির সাহায্যে উদ্ধার কার্য শুরু হয়। গুরুতর জখম অবস্থায় মধুসূদন ঘোষ কে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসার তাঁকে স্থানান্তরিত করেন কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে।আহত স্ত্রী সবিতা ঘোষ জানান,রাতে বৃষ্টি হওয়ার কারণে ধস নেমে বাড়ি ভেঙে যায় আমার স্বামী আহত হয়ছে পাসের ঘরে গরু ছিল মৃত্যু হয়ে।প্রাকৃতিক দুর্যোগের ফলে কয়েকদিন ধরে লাগানোর বৃষ্টিপাতের কারণে এই দুর্ঘটনা বলে ঘটনার স্থলে উপস্থিত হয়ে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি দাস। প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা সমস্যা হলেও জোর কদমে উদ্ধার কার্য চলছে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct